promotional_ad

ডাবল সেঞ্চুরিতে কুকের ইতিহাস

promotional_ad

মেলবোর্নে অ্যাশেজ  সিরিজের চতুর্থ টেস্টে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। চলতি বছর এটি কুকের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।


এর আগে বার্মিংহামে উইন্ডিজের বিপক্ষে ২৪৩ রানের ইনিংস খেলেন সাবেক এই ইংলিশ দলপতি। এটি কুকের টেস্ট ক্যারিয়ারে পঞ্চম ডাবল সেঞ্চুরি। ব্যক্তিগত ১৯৮ রানে থাকাকালীন জ্যাকসন বার্ডকে চার মেরে ডাবল সেঞ্চুরি  ছুঁয়েছেন সাবেক এই ইংলিশ দলপতি।


এদিকে এই ডাবল সেঞ্চুরি দিয়ে দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছেন কুক।  এমসিজিতে এটাই সর্বাধিক রানের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল সাবেক ইংলিশ তারকা ওয়েলি হ্যামন্ডের।



promotional_ad

১৯২৮ সালে মেলবর্নে  ২০০ রানের ইনিংস খেলেছিলেন ওয়েলি। এই  রিপোর্ট লেখা পর্যন্ত ২১৬ রানে অপরাজিত আছেন অ্যালিস্টার কুক। এই ইংলিশ তারকা  রেকর্ড গড়ার পথে ছাড়িয়ে গেছেন উইলফ্রেড রোডস, জ্যাক হোবসদের মত কিংবদন্তিদের।


এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩২৭ রান করে অল আউট হয়। জবাবে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৫১ রান সংগ্রহ করেছে।  দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৯২ রান করে দ্বিতীয় দিন শেষ করে ইংলিশরা।


অ্যালিস্টার কুক ১০৪ রান নিয়ে অপরাজিত ছিলেন। ৪৯ রান নিয়ে তার সঙ্গী ছিলেন ইংলিশ দলপতি জো রুট। এই ইংলিশ তারকা আজ ৬১ রান করে প্যাট কমিন্সের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। কুক এক প্রান্ত আগলে রেখে ডাবল সেঞ্চুরি আদায় করে নিয়েছেন।



ছবি - ডেইলি স্টার ডট কো ডট ইউকে 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball