promotional_ad

পিতার পথেই হাঁটলেন যে তরুণ ক্রিকেটাররা

promotional_ad

ক্রিকেট পরিবারে বেড়ে উঠে ক্রিকেটার হওয়ার গল্প ক্রিকেট ইতিহাসে নেহাৎ কম নয়। আমাদের দেশের তামিম ইকবালের পরিবারের কথাই উপমা হিসেবে নিন। তামিমের চাচা আকরাম খান খেলে গেছেন টাইগারদের প্রাক্তন দলে। তামিমের বড় ভাই নাফিস ইকবালও খেলেছেন দেশের হয়ে। আর তামিমতো বর্তমানে টাইগার দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। 


সাবেক অজি ব্যাটসম্যান জিওফ মার্শের দুই ছেলে শন মার্শ ও মিচেল মার্শ বর্তমানে খেলছেন অজিদের দলে। স্টিভ ওয়াহরা তিন ও ভাই একসাথে ক্রিকেট খেলেছেন। এছাড়াও সাবেক দক্ষিণ আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান মার্ক বাউচারের পিতা অ্যালান বাউচারও খেলেছিলেন আফ্রিকার দলে। 


এইরকম ক্রিকেটার পরিবারের ছেলে ক্রিকেটার হয়ে ওঠার তালিকাটা বেশ লম্বা। এবার এই তালিকায় নতুন করে যোগ হচ্ছেন সাবেক আফ্রিকান ফাস্ট বোলার মাখাইয়া এন্টিনি'র ছেলে ঠ্যান্ডো এনটিনি'র নাম। পিতার মাড়ানো পথেই হাঁটছেন এন্টিনি পুত্র। পিতার মতই ডানহাতি পেসার ঠ্যান্ডো।



promotional_ad

এমনকি পিতার পথ অনুসরণ করছেন স্টিভ ওয়াহ'র ছেলে অস্টিন ওয়াহ। এছাড়াও অস্টিন ওয়াহর সঙ্গে অস্ট্রেলিয়া দলে আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের ছেলে উইল সাদারল্যান্ড। ক্রিকেট পরিবারের এই ছেলেরা জায়গা করে নিয়েছে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে। 


এমনকি বোলিংয়ে নিজের জাত চিনিয়ে বয়স ভিত্তিক দল থেকে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে জায়গা করে নেন ১৭ বছর বয়সী এই বোলার। এদিকে, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন ওয়াহ পুত্র।


এরই প্রেক্ষিতে এ বছরের শুরুতেই, শ্রীলঙ্কার যুব দলের সঙ্গে ওয়ানডে সিরিজে স্টিভ ওয়াহ'র ছেলেও জায়গা করে নেন অজিদের অনূর্ধ্ব দলে। ওয়াহর সঙ্গে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে আছেন উইল সাদারল্যান্ড।



ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের ছেলে তার দলের সহ-অধিনায়কও। উইল সাদারল্যান্ড আবার একইসাথে ক্রিকেট ও ফুটবল দুই খেলাতেই সমান পরিপক্ক। 


তবে আগামী ১৩ জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখেই ফুটবলের বদলে ক্রিকেটকেই বেছে নেন সাদারল্যান্ড। আগামী জানুয়ারির ১৩ তারিখ থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ আসরের জন্য বাংলাদেশ দল ঘোষণাও করা হয়েছে আগেই। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball