promotional_ad

এক ডাবলে স্মিথের সাত রেকর্ড

promotional_ad

২০১০ এর মধ্যাংশে টেস্টে অভিষেক হয় অস্ট্রেলিয়া দলের বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথের। ৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ করেই ১০৮ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন ৫ হাজার ৭৮৬ রান। পাশাপাশি শনিবার পার্থে ডাবল সেঞ্চুরি করে সবমিলিয়ে ২২ টি সেঞ্চুরি নিয়ে বেশ কয়েকটি রেকর্ডের ঘরে হানা দেন স্মিথ।   


পার্থে অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেই ৪০৩ রানের নিচে চাপা পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংলিশদের চার শতাধিক রানের জবাবে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে যায় অজিরা। ৫৫ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে উসমান খাজা'র সাথে ১২৪ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক বিপদ থেকে রক্ষা করেন অজি দলনায়ক। 


তবে পঞ্চম উইকেট জুটিতে মিচেল মার্শের সাথে ৩০১ রানের জুটি গড়ে দলকে ২৫৫ রানের লিড এনে দেন তিনি। আর স্মিথও খেলেন ৩৯৯ বলে ২৩৯ রানের ক্যারিয়ার সেরা অনবদ্য এক ইনিংস। আর এই দ্বি-শতকে স্মিথ বেশ কয়েকটি রেকর্ডের মালিক হন।  


#১ এর আগে ২০১৭ সালে ৯ টেস্টে ৮৮৮ রান নিয়ে পার্থে ব্যাট হাতে নেমে সেঞ্চুরি করে এইবছর ১ হাজার পূর্ণ করেন এই অজি ব্যাটসম্যান। এর আগের তিন বছরেও স্মিথ টেস্টে হাজার রান পূর্ণ করেন।


এই নিয়ে টানা চতুর্থবার এক পঞ্জিকাবর্ষে হাজার রান পূর্ণ করেন। তবে স্মিথ স্মিথ সবাইকে ছাড়িয়ে যান ব্যাটিং গড় দিয়ে। টানা চারবছরই ৭০ গড়ের উপরে রান করেন। এই চার বছরে তার ব্যাটিং গড় ৮১.৮৫, ৭৩.৭০, ৭১.৯৩ ও চলতি বছরে এখনও পর্যন্ত ৭৪.৪৬।



promotional_ad

টানা চার বছরে ৫০ গড়ে হাজার রানও নেই টেস্ট ইতিহাসে আর কারও। অস্ট্রেলিয়ারই ম্যাথু হেইডেন টানা চার বছরে হাজার করেছিলেন। তিন বছর পঞ্চাশের বেশি গড় থাকলেও চতুর্থ বছর গড় ছিল ৪৩.১৯।


#২ টানা চতুর্থবার এক পঞ্জিকাবর্ষে হাজার রান পূর্ণ করেন স্টিভেন স্মিথ। তার উপরে আছে শুধু আরে সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন। ২০০১ থেকে ২০০৫, টানা ৫ বছর হাজার রান করেছিলেন হেইডেন। স্মিথের সামনে আগামী বছর হেইডেনের পাশে নাম লেখানোর সুযোগ থাকবে। এছাড়া টানা তিন বছর হাজার রান করার গৌরব আছে ব্রায়ান লারা, মার্কাস ট্রেসকোথিক ও কেভিন পিটারসেনের।


#৩ স্মিথের ক্যারিয়ারের ২২ সেঞ্চুরির ২০ টি ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে। চার বছরের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটিই। এর আগে চার বছরের মধ্যে ১৯ টিসেঞ্চুরি করেছিলেন ম্যাথু হেইডেন ও রিকি পন্টিং।


#৪ পার্থ টেস্টের তৃতীয় দিন শেষে ১০৮ ইনিংসে স্মিথের রান ৫ হাজার ৭৮৬। ১০৮ ইনিংসে এই রান করতে পারেনি আর কোন ব্যাটসম্যান। এর আগের রেকর্ডটি ছিল গ্যারি সোবার্সের। ১০৮ ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট করেন ৫ হাজার ৭৬৪ রান।


#৫ এই নিয়ে ১০৮ ইনিংসে ২২টি সেঞ্চুরির মালিক হলেন স্মিথ। দ্রুততম ২২ সেঞ্চুরিতে অজি অধিনায়ক তৃতীয়তে অবস্থান করছেন। সবার ওপরে আরেক অজি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। মাত্র ৫৮ ইনিংসে ২২টি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। ১০১ ইনিংসে ২২টি সেঞ্চুরি করে দ্বিতীয়তে আছেন সাবেক ভারতীয় গ্রেট সুনিল গাভাস্কার।



#৬ ওয়াকায়(পার্থে) অ্যাশেজ টেস্টে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৭১ ছিল ইয়ান রেডপ্যাথের। ১৯৭০ সালের এই রেকর্ড গড়েন এই অজি। শনিবার ২৩৯ রানের ইনিংসে ৪৮ বছর পরে এসে স্মিথ এই রেকর্ডও নিজের করে নেন।


#৭ ৩০১ বলে স্মিথ ছুঁয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। গত প্রায় ৮০ বছরে অস্ট্রেলিয়ার হয়ে এটি দ্রুততম অ্যাশেজ ডাবল সেঞ্চুরির রেকর্ড। ১৯৩৮ সালে ট্রেন্টব্রিজে গ্রেট স্ট্যান ম্যাকক্যাব দ্বি-শতক ছুঁয়েছিলেন ২৫৭ বলে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball