promotional_ad

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশে উড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শেষে অবসরে গেছেন জেমস অ্যান্ডারসন। ফলে দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছিল মার্ক উডকে। এবার এই পেসারকে নিয়েই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


বৃহস্পতিবার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ইংলিশরা। এর আগে মঙ্গলবারই নিজেদেশ একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে  প্রথম টেস্টে ইনিংস ও ১১৪ রানে হারিয়েছে বেন স্টোকসের দল।



promotional_ad

সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে দীর্ঘদি??? পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে চলেছেন। এই মৌসুমে এখনও প্রথম শ্রেনির ম্যাচ খেলেননি উড। অবশ্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে ছিলেন উড। ৫ ম্যাচ খেলে ৩টি উইকেট পেয়েছিলেন তিনি।


এবার সাদা পোশাকের দলেও ফিরলেন উড। সিরিজের প্রথম টেস্টে খেলার সুযোগ হয়নি ম্যাথু পটস ও ডিলন পেনিংটনের। উড একাদশে ফেরায় তাদের খেলার অপেক্ষা আরও বাড়ল। লর্ডসে বোলিংইয়েরই সুযোগ পাননি অফ স্পিনার শোয়েব বশির।


এরপর একাদশে টিকে গেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে অভিষেক হয় বসিরের। এরপর এবারই প্রথম ঘরের মাঠে সিরিজ খেলছেন এই অফ স্পিনার। ইংল্যান্ডের একাদশে আছেন আগের ম্যাচে ১২ উইকেট নেয়া পেসার গাস অ্যাটকিনসনও।



দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, মার্ক উড, শোয়েব বাশির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball