এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
১ ঘন্টা আগে
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে হারিয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানে অল আউট হয়ে আফগানরা। সেই লক্ষ্য ২৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত। এরপর দ্বিতীয় উইকেটে ইয়াসভি জায়সাওয়াল ও বিরাট কোহলি মিলে যোগ করেন ৫৭ রান। কোহলি ফিরেছেন ১৬ বলে ২৯ রান করে। এরপর শিভম দুবেকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন জায়সাওয়াল।

তৃতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৪৪ বলে ৯২ রান। এর ফলেই মূলত বড় জয়ের দ্বারপ্রান্তে চলে যায় ভারত। জায়সাওয়ালের ইনিংস থেমেছে ৩৪ বলে ৬৮ রানে। ৬টি ছক্কা ও ৫টি চারে নিজের ইনিংস সাজিয়েছেন ভারতীয় এই ওপেনার।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
এরপর জিতেশ শর্মা কোনো রান না করে আউট হয়ে গেলেও রিঙ্কু সিংকে নিয়ে ভারতকে জিতিয়ে ফিরেছেন শিভম দুবে। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩১ বলে ৬৩ রানের ইনিংস। রিঙ্কু ৯ বলে ৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
আফগানিস্তানের বোলারদের মধ্যে ২টি উইকেট নিয়েছেন করিম জানাত। একটি করে উইকেট পেয়েছেন ফজলহক ফারুকি ও নাভিন উল হক। এর আগে গুলবাদিন নাইবের করা ৩৫ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান।
আফগানিস্তানের বাকি ব্যাটারদের মধ্যে ২০ এর ঘরে যেতে পেরেছেন কেবল নাজিবউল্লাহ জাদরান (২৩), করিম জানাত (২০) ও মুজিব উর রহমান (২১)। মূলত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েই বড় সংগ্রহ থেকে বঞ্চিত হয়েছে আফগানরা।
ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। দুটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণই ও অক্ষর প্যাটেল। একটি উইকেট গেছে দুবের ঝুলিতে। আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।