বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড, সূর্যকুমারকে নিয়ে নাসেরের ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
৫ ঘন্টা আগে
বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল ইংল্যান্ড। এই বিশ্ব আসরে তারা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে। ১০ দলের মধ্যে ৭ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে ইংলিশরা। কদিন পরেই আরেকটি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এই বিশ্ব আসরেরও বর্তমান চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। তারা শিরোপা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন এবারও ইংল্যান্ডের হাতেই বিশ্বকাপের শিরোপা দেখছেন। সেই সঙ্গে বিশ্বকাপে সাউথ আফ্রিকা চমক দেখাতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দীপপুঞ্জে হচ্ছে তাই ওয়েস্ট ইন্ডিজেরও ভালো সুযোগ দেখছেন নাসের। সেই সঙ্গে পাকিস্তানকেও ফেভারিট মানছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। তবে সাউথ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ডকেই বিশ্বকাপ ফাইনালে দেখছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।
এ প্রসঙ্গে নাসের বলেন, 'ইংল্যান্ড আবারও শিরোপা জিতবে কিন্তু এই মুহূর্তে তারা এতো ভালো খেলছে না। ক্যারিবিয়ানে হবে বিশ্বকাপ এবং ওয়েস্ট ইন্ডিজের সুযোগ আছে। এরপর আপনি পাকিস্তানের কথা বলতে পারেন। আমি কী এদের সবাইকে বেঁছে নিতে পারি? আমি সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ডকে ফাইনালে দেখছি।'
নাসের মনে করেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি হতে চলেছে সূর্যকুমার যাদবের। বিশেষ করে তার মাঠের চার পাশে খেলার দক্ষতাই তাকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাড়তি সুবিধা দেবে। ওয়ানডেতে খুব একটা মানিয়ে নিতে না পারলেও টি-টোয়েন্টিতে তার সফলতার কারণেই নাসের চোখ রাখতে বলছেন ভারতীয় এই ব্যাটারের দিকে।
এ প্রসঙ্গে সাবেক ইংলিশ এই অধিনায়ক বলেন, 'টি-টোয়েন্টি এই মুহূর্তে বিশ্বের সবার নজর যার দিকে সে সূর্যকুমার যাদব। আমি মনে করি সে একজন পাগল। সে মিঃ ৩৬০ ডিগ্রি। সে যেসব শট খেলে এবং ৫০ ওভারের ক্রিকেটে কখন আক্রমণাত্মক হতে হবে বা কখন নিজেকে সামলে রাখতে হবে সে সেটা খুব একটা ভালো জানে না। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে সে সব সময়ই জানে কখন কী করতে হবে এবং টি-টোয়েন্টি ক্রিকেট একটি মজার খেলা এবং সূর্যকুমারকে খেলতে দেখাও দারুণ আনন্দদায়ক।'