আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইমাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের
১৮ ঘন্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
তিনি পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। এরপর আর পয়াকিস্তানের জার্সি গায়ে দেয়ার সুযোগ হয়নি তার। বিদায় বেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ইমাদ অবসরের ঘোষণা দিয়ে বলেছেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’
তিনি আরও বলেছেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আমার ১২১টি ম্যাচের প্রতিটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্ব আসছে, ফলে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর দিন। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য শুভকামনা, দলের উন্নতি দেখতে মুখিয়ে আছি আমি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। পাকিস্তানের পিএসএল থেকে শুরু করে বাংলাদেশের বিপিএলেও তিনি নিয়মিত মুখ। সর্বশেষ বিপিএলে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন।
পিএসএলে করাচি কিংসের নেতৃত্বভারও তার কাঁধে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ইমাদের অভিষেক হয়েছিল ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। ৬৬টি টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নিয়েছেন তিনি। ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তাঁর নামের পাশে রয়েছে ৪৪টি উইকেট। রান করেছেন ৯৮৬।