নিষিদ্ধ রেইফারের কাটার-স্লোয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পেস বোলিংয়ে বৈচিত্র্য যোগ করতে অনেকেই এখন কাটার ও স্লোয়ারের আশ্রয় নিয়ে থাকেন। অনেক পেসারের এটাই থাকে বিশেষত্ব। বিশেষ করে গতি দিয়ে যারা খুব একটা ব্যাটারদের পরীক্ষা নিতে পারেন না তাদের। এই দুটি বৈশিষ্ট্যই যদি নিষিদ্ধ থাকে তাহলে যেকোনো পেসারই বিপাকে পড়তে বাধ্য।
এমনই এক বিড়ম্বনায় পড়েছেন ক্যারিবিয়ান পেসার রেমন্ড রেইফার। বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে তার স্লোয়ার ও কাটার ডেলিভারি নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাকশনে ত্রুটি থাকলেও বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। তবে এই দুটি ভ্যারিয়েশনে বোলিং করতে পারবেন না তিনি। বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সেখান বিশ্বকাপের সময়টায় বসেছে ঘরোয়া টুর্নামেন্ট সুপার ফিফটি।
ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে রেইফার খেলছেন বার্বাডোস প্রাইডের হয়ে। গত ২৫ অক্টোবর উইন্ডওয়ার্ড ভলকানোসের বিপক্ষে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। এরপরই তার বোলিং অ্যাকশন বিশ্লেষণ করা শুরু হয়।
রেইফারের বোলিং অ্যাকশনের ফুটেজ পাঠানো হয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে। তাদের কাছে রেইফারের স্লোয়ার ও কাটার ডেলিভারির অ্যাকশন নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। তাদের রিপোর্টের ভিত্তিতেই রেইফারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
অবশ্য অ্যাকশন শুধরে আবারও কাটার-স্লোয়ার করার সুযোগ রয়েছে তার সামনে। এই নিষেধাজ্ঞা চলাকালীন কাটার-স্লোয়ার করলে বোলিং নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে তাকে। তাই আগামী ম্যাচগুলোতে বাড়তি সতর্কতা নিয়ে মাঠে নামতে হবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮ টেস্ট, ৬ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলা রেইফারের।