কিউইদের বিপক্ষে হার্দিককে পাচ্ছে না ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম বলটি ডট করলেও দ্বিতীয় ও তৃতীয় বলে চার মেরেছিলেন লিটন দাস। তৃতীয় বলে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন বাংলাদেশি এই ওপেনার। বলটি পা দিয়ে ফেরাতে গিয়ে অপ্রস্তুতভাবে পড়ে যান হার্দিক।
সেই সময় বাঁ পায়ে চোট পান এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর মাঠেই ফিজিওর সেবা নিতে দেখা যায় তাকে। পায়ে অস্বস্তি থাকায় এরপর মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে ওভার সম্পন্ন করেন বিরাট কোহলি। এরপর ম্যাচ চলাকালীনই স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয় হার্দিককে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এই চোটের কারণে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না এই পেস বোলিং অলরাউন্ডারের। চোট গুরুতর না হলেও তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট।
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
৭ ঘন্টা আগে
বিসিসিআইয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, '২০ অক্টোবর সে ভারতীয় দলের সঙ্গে ধর্মশালায় ফ্লাইটে ওঠেনি এবং সে ভারতীয় দলের সঙ্গে লক্ষ্ণৌতে যোগ দেবে যেখানে ভারত ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে এবং ভারতীয় দলের মেডিক্যাল বিভাগ তাকে পর্যবেক্ষণে রেখেছে।'
বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। যদিও কিউইদের বিপক্ষে হার্দিককে না পাওয়া কিছুটা হলেও হতাশার কারণ হবে ভারতের। যদিও হার্দিককে কিউইদের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে হার্দিকের চোট নিয়ে রোহিত বলেছেন, 'তার পেশিতে টান লেগেছে এবং পা ফুলে রয়েছে। খুব বড় ক্ষতি হয়েছে এখনই বলা যাবে না। তাই এই খবরটা আমাদের কাছে ভালো। কিন্তু এ ধরনের চোটে প্রতিদিন পরীক্ষা করতে হয়। আমরাও আগামী দিনগুলিতে যেটা দরকার সেটাই করব।'