promotional_ad

পাকিস্তানের বিপক্ষে থিকশানাকে পেতে আশাবাদী শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ আফ্রিকার বিপক্ষে ১০২ রানের পরাজয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে নিজদের সেরা স্পিনার মাহিশ থিকশানাকে দলে পায়নি লঙ্কানরা। মঙ্গলবার তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে থিকশানাকে পাওয়া নিয়ে আশাবাদী দলটির সহকারী কোচ নাভিদ নাওয়াজ। 


সবশেষ এশিয়া কাপে বেশ ভালো শুরু পেয়েছিলেন থিকশানা। আসরে ৫ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। তবে সুপার ফোরের ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ভারতের বিপক্ষে ফাইনালেও খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয় লঙ্কানদের। এরপর থেকেই চোটের কারণে দলের বাইরে আছেন তিনি। 



promotional_ad

ফলে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে থিকশানাকে ছাড়াই খেলতে নামে শ্রীলঙ্কা। এদিন প্রোটিয়াস ব্যাটাররা লঙ্কান বোলারদের তুলোধোনা করে ৫০ ওভারে তুলেছিল ৪২৬ রান। এমন ম্যাচে নিজেদের সেরা স্পিনার থিকশানার অনুপস্থিতি অনুভব করাটা মোটেও অস্বাভাবিক ছিল না লঙ্কানদের।


যদিও পাকিস্তান ম্যাচের আগেই সুসংবাদের আভাষ দিলেন দলটির সহকারী কোচ। তিনি জানিয়েছেন চোট কাটিয়ে এখন বেশ সুস্থ থিকশানা। প্রথম ম্যাচে তাকে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এ কারণেই তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল।


এ প্রসঙ্গে নাওয়াজ বলেন, 'সে (থিকশানা) ফিট এবং আগামীকাল তার খেলার কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শের বিপক্ষে গিয়ে প্রথম ম্যাচে তাকে নিয়ে আমরা কোনও রকম ঝুঁকি নিতে চাইনি। কিন্ত সে খেলার জন্য প্রস্তুত রয়েছে।' 



এশিয়া কাপের আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত ছিল শ্রীলঙ্কা। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুশমান্থ চামিরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দিলশান মাদুশঙ্কাকে পায়নি লঙ্কানরা। মাদুশঙ্কা ফিরলেও হাসারাঙ্গা ও চামিরা বিশ্বকাপেও খেলতে পারছেন না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball