তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে গিল-শার্দুল, ছিটকে গেলেন অক্ষর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের
১০ ঘন্টা আগে
এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। ফলে শেষ ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচ হিসেবেই থাকছে দুই দলের জন্য। সিরিজের শেষ ম্যাচে ভারতের স্কোয়াডে ফিরছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া।
শেষ ম্যাচের স্কোয়াডে থাকলেও বিশ্রাম দেয়া হয়েছে শুভমান গিল ও শার্দুল ঠাকুরকে। ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ এক সেঞ্চুরিতে বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরেছেন গিল। বল হাতে ছন্দে আছেন শার্দুলও। বিশ্বকাপের আগে আর এই দুজনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ভারতীয় দলের ম্যানেজমেন্ট।

চোটের কারণে লম্বা সময় দলের বাইরে ছিলেন জসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। ফলে বিশ্বকাপের আগে নতুন করে কেউ চোট পাক সেটা কোনোভাবেই চাইবে না ভারতীয় দল। চলতি বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন গিল। ৭২.৩৫ গড় ও ১০৫.০৩ স্ট্রাইক রেটে এ বছর গিলের ব্যাট থেকে এসেছে ১ হাজার ২৩০ রান। এমন পারফরম্যান্সের পর এই ইনফর্ম ব্যাটারের বিশ্রাম তো প্রাপ্যই ছিল।
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া সিডল
১৯ মার্চ ২৫
এদিকে এশিয়া কাপে চোট পাওয়া অক্ষর প্যাটেলের ফেরার কথা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে। পায়ের পেশির চোটে ভোগা এই অলরাউন্ডার এখনও সেরে ওঠেননি। ফলে তাকে ছাড়াই অজিদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলবে ভারত।
বর্তমানে তিনি বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে নিজের পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। অক্ষর বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে। এমনটা হচ্ছে অক্ষরের পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে।
এশিয়া কাপের দলে না থাকলেও অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন। প্রথম ওয়ানডেতে ১ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে বড় ভূমিকাও রেখেছেন তিনি।
এদিকে আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে স্বাগতিক ভারত। এর আগে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ও থিরুভানান্থাপুরামে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।