promotional_ad

হাসানকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন ইনজামাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টি-টোয়েন্টিতে ফেরা হচ্ছে না হেনরির, বাদ পড়লেন জেমিসন

১৮ ঘন্টা আগে
ম্যাট হেনরি ও কাইল জেমিসন

কিছুদিন আগেই সুনীল গাভাস্কার বলেছিলেন নতুন বলে পাকিস্তানের বোলাররাই সেরা। শাহীন আফ্রিদি-নাসিম শাহরা ম্যাচের শুরু থেকেই ব্যাটারদের নতুন বলে চাপে রাখতে পারেন। অথচ বিশ্বকাপের আগেই দল থেকে ছিটকে গেলেন নাসিম। গুরুত্বপূর্ণ এই পেসারের বদলি হিসেবে নেয়া হয় হাসান আলীকে। লম্বা সময় ওয়ানডে দলের বাইরে থাকা এই পেসারকে নেয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক।


বর্তমানে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন আফ্রিদি, হারিস রউফ, নাসিমরা। এবারের এশিয়া কাপেও বল হাতে আগুন ঝরিয়েছেন এই পাকিস্তান পেস ত্রয়ী। তবে কাঁধের চোটে বিশ্বকাপ যাত্রা শেষ নাসিমের। এশিয়া কাপের ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চোট পান ২৯ বছর বয়সী এই পেসার। ইনিংসের ৪৬তম ওভারে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর জানা যায় বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার। 



promotional_ad

শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে হাসানকে দেখে অনেকেই অবাক হয়েছেন। গত এক বছর পাকিস্তানের ওয়ানডে দলের বাইরে থাকা হাসান অবশ্য বিবেচনায় এসেছেন মোহাম্মদ হাসনাইন, ইহসানউল্লাহদের চোটের কারণে। এ দিকে লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএলে) দারুণ পারফর্ম করেছেন এই পেসার।


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

হাসানকে দলে নেয়ার ব্যাখ্যা দিয়ে ইনজামাম বলেছেন, 'নাসিম দুর্ভাগ্যবশত চোটে পড়েছে। সে আমাদের প্রধান বোলারদের একজন। এদিকে হাসনাইনের গোড়ালির অস্ত্রোপচার করা হয়েছে। ইহসানউল্লাহরও কনুইয়ের অস্ত্রোপচার হয়েছে। চোটের কারণে আমাদের কাছে ফাস্ট বোলারদের বিকল্প খুব কম ছিল। হাসান আলী সম্প্রতি এলপিএলে বেশ ভালো বোলিং করেছে। সে অভিজ্ঞ এবং পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্টে আগেও ভালো খেলেছে। এ কারণেই তাকে আমরা দলে নিয়েছি।'


শুধুমাত্র ভালো বোলার নয় পাকিস্তানের দরকার ছিল নতুন বলে কারিশমা দেখাতে পারেন এমন একজনকে। হাসানের মাঝে সেই যোগ্যতা আছে এমনটাই বিশ্বাস করেন পাকিস্তানের প্রধান নির্বাচক। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে শুধুমাত্র নতুন বল নয় পুরোনো বলেও হাসান একজন দুর্দান্ত বোলার।   



ইনজামাম বলেন, 'নাসিম শাহ ছিটকে যাওয়ার পর, আমাদের এমন একজন বোলারের প্রয়োজন ছিল যে নতুন বলে বোলিং করতে পারে। আমি মনে করি হাসান আলী ভালো পছন্দ ছিল। কারণ সে পুরোনো বলেও বেশ ভালো বোলিং করে এবং সে একজন টিম ম্যান। সে দলে বাড়তি শক্তি যোগ করবে বলে আশাবাদী আমরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball