৫ ছক্কা আমার জীবন বদলে দিয়েছে: রিঙ্কু

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫ভারতের জার্সিতে মাত্র দুটি ম্যাচ খেলেছেন রিঙ্কু সিং। অথচ অভিষেকের আগে থেকেই নামটা সকলের কাছে পরিচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে এক ম্যাচ পাঁচ ছয় হাঁকিয়ে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বশেষ মৌসুমে ১৩ ম্যাচে ৩৬.৪৬ গড়ে করেছেন ৪৭৪ রান। এমন পারফরম্যান্সই তার জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। এই লোয়ার মিডল অর্ডার ব্যাটার আলোচনায় আসেন গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে ৫ ছক্কা হাকিয়ে কলকাতাকে জিতিয়ে। শেষ ছয় বলে যখন কলকাতার প্রয়োজন ছিল ২৯ রান।

স্নায়ুচাপ সামলে শেষ মুহূর্তে বল-রানের হিসেব কষে এমন ভাবে ম্যাচ শেষ করায় প্রশংসা কুড়িয়েছেন রিঙ্কু। কিছুদিন আগেই ভারতের সাবেক ক্রিকেটার কিরণ মোরে বলছিলেন বলেছিলেন রিঙ্কু হতে যাচ্ছেন ভারতের পরবর্তী মহেন্দ্র সিং ধোনি।
ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান
১২ এপ্রিল ২৫
রিঙ্কু নিজেও মনে করেন তার এই পর্যায়ে আসার পেছনে সেই পাঁচ ছক্কার অনেক অবদান। তিনি বলেন, 'সেই পাঁচটি ছক্কা আমার জীবনকে বদলে দিয়েছে। মানুষ আমাকে সেই মুহূর্তটির জন্য মনে রেখেছে। তারা যখন আমার নাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিল এবং তারা আমাকে যে ভালবাসা দিয়েছিল তখন আমি দারুণ অনুভব করছিলাম।'
সম্প্রতি ভারতের জার্সিতে প্রথমবারের মতো খেলার সুযোগ হয়েছে রিঙ্কুর। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলছেন তিনি। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন রিঙ্কু। যেখানে তিনি ১৮০.৯০ স্ট্রাইক রেটে ২১ বলে করেছেন ৩৮ রান। নিজের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, 'আমি উদ্বোধনী ম্যাচে (প্রথম টি-টোয়েন্টি) ব্যাট করার জন্য আমার তর সইছিল না। কিন্তু এটা ভালো যে (বৃষ্টির কারণে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে) আমরা ম্যাচ জিতেছিলাম। আমি সবসময় শেষ অবধি ব্যাট করার চেষ্টা করি, যেমনটা আমি আইপিএলে করি। আমি শেষ দুই-তিন ওভারে শট নিতে যাচ্ছিলাম। পরিকল্পনা ছিল শান্ত থাকা এবং নির্ভার থাকা। আমি এটাই করছিলাম।'