পাকিস্তান সিরিজ শেষ নাজিবউল্লাহর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটার নাজিবউল্লাহ জাদরান। হাঁটুর চোটের কারণে তার সিরিজ শেষ হয়ে গেছে।
এরই মধ্যে নাজিবের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার বিকল্প হিসেবে বাঁহাতি ব্যাটার শহীদ কামালকে দলে নিয়েছে আফগানিস্তান।

দলের প্রয়োজনে বাঁহাতি অফ স্পিন বোলিংও করতে পারেন তিনি। এরই মধ্যে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছে এই তরুণ ব্যাটারের। এখনও পর্যন্ত একটি করে ওয়ানডে ও টেস্ট খেলেছেন তিনি।
ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান
১২ এপ্রিল ২৫
একমাত্র ওয়ানডেতে ১ রান করলেও টেস্টে এখনও রানের দেখা পাননি তিনি। গত বছর জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন তিনি।
২২ আগস্ট থেকে শুরু হওয়া সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৪ ও ২৬ আগস্ট। পাকিস্তান ও আফগানিস্তানের এই সিরিজ দুই দলের জন্যই এশিয়া কাপের প্রস্তুতি স্বরূপ।
এশিয়া কাপের পর আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। আর আফগানিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে।