ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছেন না বাবর

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতেন আব্বাস
১৪ ঘন্টা আগে
আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ ফুটছে। অবশ্য এর ছিটেফোঁটাও স্পর্শ করছে না পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। তিনি এই ম্যাচ নিয়ে আলাদা করে ভাবতেই রাজি না।
পাকিস্তানের লক্ষ্য বিশ্বকাপ জয়। সেদিকেই মনোযোগ পাক অধিনায়কের। কদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান। এর আগে সংবাদ সম্মেলনে সিরিজ বাদেও উঠে এলো বিশ্বকাপ প্রসঙ্গ। বাবর জানিয়ে দিলেন বিশ্বকাপ জিততে হলে প্রতিটি ম্যাচই জিততে হবে।

তিনি বলেন, 'বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা বা সেই ম্যাচে জেতা, এসব নিয়ে আমরা একেবারেই ভাবছি না। ট্রফিটাই আমাদের আসল লক্ষ্য। সেই ট্রফি পেতে গেলে প্রতিটা ম্যাচে জিততে হবে। আমাদের সেই চেষ্টাই থাকবে। বিশ্বকাপ জিততে নামব। ভারতের মাটিতে ভারতকে হারাতে নয়।'
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
কদিন আগ পর্যন্ত ভারত বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। এমনকি আহমেদাবাদ স্টেডিয়ামেও পাকিস্তান খেলতে চায়নি। তবে সূচি ঘোষণার পর এসব নিয়ে আলোচনা একেবারেই থেমে গেছে। বাবর নিজেও জানিয়েছেন যেখানেই বিশ্বকাপের ম্যাচ হবে সেখানেই খেলতে রাজি তারা।
বাবর বলেন, 'যেখানেই বিশ্বকাপের ম্যাচ হবে, সেখানেই আমরা খেলতে রাজি। আমাদের সামনে চ্যালেঞ্জ হল বিশ্বকাপ জেতা। সেটা নিয়েই ভাবছি আমরা। কোথায় খেলতে হবে, তা নিয়ে ভাবছি না।'
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হয়নি এই টুর্নামেন্টের। পিসিবির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে কদিন আগেই নিয়োগ পেয়েছেন জাকা আশরাফ। তিনিই এশিয়া কাপ এককভাবে পাকিস্তানে আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন।
বাবর অবশ্য পিসিবিতে কী চলছে তা নিয়ে ভাবছেন না। পাকিস্তান অধিনায়ক বলেন, 'পিসিবি-তে কী হচ্ছে, তা নিয়ে আমরা ভাবিত নই। আমাদের নজর ক্রিকেটে। আমাদের কী কী ম্যাচ খেলতে হবে, সেটা আমরা জানি। পেশাদার ক্রিকেটার হিসাবে কী ভাবে ম্যাচ জেতা যায় সেটা নিয়েই ভাবছি।'