promotional_ad

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে কার কী করতে হবে

৯ ডিসেম্বর ২৪
সংগৃহীত

আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। যদিও ভারতের ক্রিকেটাররা কদিন আগ পর্যন্ত ব্যস্ত ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে। সাদা বলে খেলার ১০ দিনের মাথায় লাল বলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি হয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।


ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল অবশ্য জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। আইপিএলের মাঝেও তারা ডিউকের লাল বলে অনুশীলন চালিয়েছেন। সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানসিক পরিবর্তনটা বেশ কঠিন মানলেও অক্ষর মনে করেন তাদের হাতে যথেষ্ঠ সময় আছে।



promotional_ad

অক্ষর বলেন, 'আমরা আইপিএল শুরুর আগেই এই ফাইনালের সূচি জানতাম। কাজেই আইপিএলের সময়ই আমরা আলোচনা করছিলাম লাল বলের প্রস্তুতি নিতে হবে। আমাদের কাছে লাল বল ছিল, সেগুলো আমরা কাজে লাগিয়েছি। আমরা জানি কখন খেলতে হবে। সাদা বল থেকে লাল বলে আসার মানসিক বদলটা কঠিন কিন্তু আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

১ এপ্রিল ২৫
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বিন-মোহাম্মদ সিরাজের মতো ক্রিকেটার যাদের দল প্লে অফে খেলেনি তারা আরও লম্বা সময় পেয়েছেন নিজেদের মানসিকতা বদলানোর। এ প্রসঙ্গে অক্ষর বলেন, 'যারা আইপিএলে প্লে অফ খেলেনি তাদের হাতে আরও বেশি সময় ছিল। আমার মনে হয় না কোন সমস্যা আছে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই নামছি আমরা।'


ভারতের সাধারণত খেলা হয় এসজি বল দিয়ে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ডিউক বলে। ভারতীয় দল এ বিষয়ে আগে থেকেই জানত এবং সেভাবেই প্রস্তুতি নিয়েছে বলে জানালেন অক্ষর। তার ভাষ্য,  'তফাৎ হলো ডিউক বলে শাইনটা বেশি সময় থাকে। কিন্তু আইপিএলের সময় আমরা বল অর্ডার করেছিলাম। কাজেই আমরা এটা নিয়ে অনুশীলন করেছি।'



বলের সুইংয়েও থাকে পার্থক্য। অক্ষর মনে করেন ডিউক বলে মেধা ও দক্ষতার প্রয়োগ করতে পারলেই মিলবে উইকেটের দেখা। তিনি বলেন, 'সাদা বল আর লাল বলের সুইচটা এসজি বল আর ডিউক বলে সুইচের মতই। আপনাকে মেধা ও দক্ষতা প্রয়োগ করতে হবে। পরিকল্পনা কাজে লাগাতে হবে। ছন্দে বল করতে হবে। যদি আপনি ভালো জায়গায় বল রাখতে পারেন তাহলে কাজে দেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball