promotional_ad

আবারও বৃষ্টিতে পণ্ড হলো নিগারদের ম্যাচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন

৪৫ মিনিট আগে
ফাইল ছবি

গত শনিবার বৃষ্টির কারণে কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। যদিও ৩৬.৪ ওভার খেলা হয়েছিল ম্যাচটি। আগে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিল ৬ উইকেট হারিয়ে ১৫২ রান।


যদিও এরপর অঝোরে বৃষ্টি নামলে আর একটি বলও মাঠে গড়াতে পারেনি। অবশ্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসও অনুষ্ঠিত হতে পারেনি বৃষ্টির কারণে। ফলে পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। দুই ম্যাচে দুই দলই সমান ৪ পয়েন্ট করে পেয়েছে।


promotional_ad

এর আগে নিউজিল্যান্ড সফরেও বৃষ্টির কারণে বিপদে পড়তে হয়েছিল। সেই সফরের শেষ দুটি ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এ নিয়ে বাংলাদেশের টানা চারটি ওয়ানডেতে কোনো ফলাফল আসেনি। দুটি সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।


আরো পড়ুন

বাংলাদেশের নতুনদের উপর ভরসা রাখার পরামর্শ জয়াসুরিয়ার

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এর প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। এখনও পর্যন্ত মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে রয়েছে নিগার সুলতানার দল। ৮ ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ঠিক বাংলাদেশের নিচেই অবস্থান করছে শ্রীলঙ্কা।


৬ ম্যাচে ১২ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। ১০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে পাকিস্তান। ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। সমান ৬ পয়েন্ট করে নিয়ে ৪, ৫ ও ৬ নম্বরে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। 


বৃহস্পতিবার একই মাঠে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতে চার নম্বরে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের মেয়েদের সামনে। টেবিলের  শীর্ষ পাঁচটি দল ও স্বাগতিকরা ২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। বাকি দলগুলোকে বাছাইপর্ব পেরিয়ে যেতে হবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball