মিঠুনের সেঞ্চুরি আর তাইজুলের ৯ উইকেটে বড় জয় পেল বিসিবি একাদশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গাজী ক্রিকেটার্সকে হারিয়ে আবাহনীর সাতে ছয়

২১ মার্চ ২৫
আবাহনীর জয়ে ৭৬ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম চার দিনের ম্যাচে ইনিংস ও ৪ রানের জয় পেয়েছে বিসিবি একাদশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মোহাম্মদ মিঠুনের দল।


আগের দিনই জয়ের ভিত গড়ে ফেলেছিল বিসিবি একাদশ। যদিও ব্যবধানটা কতটা বাড়িয়ে নিতে পারবেন তারা সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ দিন পর্যন্ত। এই ম্যাচে আগে ব্যাট করে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ দাড় করিয়েছিল বিসিবি একাদশ।


promotional_ad

প্রথম ইনিংসে বিসিবি একাদশে হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক মিঠুন। তিনি ৮ ছক্কা ও ১০ চারে ১৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন সাদমান ইসলাম। তিনি ৯ চারে ৮৯ রান করেন বাঁহাতি এই ব্যাটার।


আরো পড়ুন

র‍্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, পেছালেন শান্ত-মুশফিক

২ জুলাই ২৫
উইকেট নেয়ার পর তাইজুলের উদযাপন, ক্রিকফ্রেঞ্জি

এরপর বল হাতে নেমেও আগুন ঝরিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারা নামিল নাড়ু একাদশকে গুটিয়ে দিয়েছিলেন মাত্র ৯৩ রানে। রেজাউর রহমান রাজা একাই নেন ৫ উইকেট। তাইজুল ইসলাম নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ২৫৬ রানের বিশাল লিডের পর স্বাগতিকদের আবারও ব্যাটিংয়ে পাঠায় বিসিবি একাদশ।


লক্ষ্য ছিল তাদের ইনিংস ব্যবধানে হারানো। হয়েছেও তাই। আগেরদিন ১৩৩ রানে নামিল নাড়ু একাদশের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের পথটা বেশ ভালোভাবেই করে রেখেছিল বাংলাদেশের বোলাররা। 


চতুর্থ দিন তাদের ইনিংস ২৫২ রানে গুটিয়ে দেন তাইজুল ইসলাম। রেজাউর রহমান রাজারা। বিসিবি একাদশের বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল। আর রাজার ঝুলিতে গেছে ২ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball