সেরা প্রস্তুতি নিয়েই পাকিস্তানের বিপক্ষে নামছে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে খেলতে পারেনি ভারত। এবারের বিশ্বকাপে সেই আসরের পুনরাবৃত্তি করতে চায় না রোহিত শর্মার দল। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের দল নিয়ে দারুণ দারুণ আত্মবিশ্বাসী ভারত।
গত বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। এই সময় নিজেদের সঠিক কম্বিনেশন খুঁজে পেতে ২৯জন ক্রিকেটারকে খেলিয়েছে তারা। বিভিন্ন সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরও। গত এক বছরে তারা যে পরিকল্পনা নিয়ে এগিয়েছে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিশ্বকাপে।

রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করবে ভারত। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ারা। রোহিত মনে করেন সব মিলিয়ে সেরা প্রস্তুতি নিয়েই এবার বিশ্বকাপে এসেছেন তারা।
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১৫ জুলাই ২৫
রোহিত বলেন, 'এই মুহূর্তে ভালো অবস্থানে আছি, (গত বিশ্বকাপের পর) ৩৫টি ম্যাচ খেলেছি। জানি, দল হিসেবে আমাদের কী করণীয়। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং গ্রুপ হিসেবে কী করতে হবে। আমার মনে হয়, খুব ভালো প্রস্তুতি নিয়ে এই বিশ্বকাপে এসেছি। যেমনটা বলেছি, অনেক সমস্যার সমাধান করতে চেয়েছি, আমার মনে হয় আমরা সেটা পেরেছি। বিশ্বকাপে এসে আমরা আত্মবিশ্বাসী অনুভব করছি যে, দল হিসেবে যেটা অর্জন করতে চাই সেটা পারব।'
গত বিশ্বকাপের কিছুদিন আগেই শেষ হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। ফলে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। এমনকি এই অল্প সময়ে আরব আমিরাতের গরমের সঙ্গেও মানিয়ে নিতে হিমশিম খেতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের।
এবার সেই ভুল করেনি রোহিত শর্মার দল। বিশ্বকাপ শুরুর বেশ কিছুদিন আগেই থেকেই তারা অস্ট্রেলিয়াতে ঘাঁটি গেড়েছেন। তবে দলে একমাত্র ঘাটতি অনেক ক্রিকেটারের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই। অবশ্য বিশ্বকাপে এর প্রভাব পড়বে না বলেই আশাবাদী রোহিত।
তিনি বলেন, 'হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেকদিন ধরেই কথা বলেছি। বড় সফরে গেলে ভালো প্রস্তুতি প্রয়োজন, বিশেষ করে ভারতের বাইরের সফরগুলোর জন্য। যেভাবে প্রস্তুতি নিতে চাই তার জন্য হাতে সময় থাকতে হবে, কারণ এটার জন্য সময় প্রয়োজন। আমরা জানি, প্রস্তুতি কতটা জরুরি। এই দলের অনেক ক্রিকেটারই অস্ট্রেলিয়ায় আগে খেলেনি। এখানে আগে আসতে চাওয়ার এটা একটি কারণ।'