আমাদের হারই প্রাপ্য: বাটলার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস
১৫ মে ২৫
ক্রিস জর্ডান-রিচার্ড গ্লিসনরা দুর্দান্ত বোলিং করলেও ব্যর্থ ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। জস বাটলার-জেসন রয়দের ব্যর্থতায় ম্যাচ হেরে ঘরের মাঠে সিরিজ খোয়ায় ইংলিশরা। ব্যাটারদের নিষ্প্রভ পারফরম্যান্সে হতাশা করে বাটলার জানান, তাদের হারই প্রাপ্য।
বার্মিংহ্যামে ১৭১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। জেসন রয়-বাটলারদের ব্যর্থতায় পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। ডেভিড মালান-হ্যারি ব্রকরা ফিরলে ৫৫ রানেই ৫ উইকেট হারায় বাটলারের দল।

শেষ দিকে মঈন আলী ৩৫ এবং ডেভিড উইলি অপরাজিত ৩৩ রান করলেও ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। ব্যাটিং ব্যর্থতায় টানা দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ায় তারা। সিরিজ হারার পর ম্যাচ শেষে বাটলার জানিয়েছেন, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান সেটা করতে পারেননি।
শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন রুট, বিশ্বাস পোপের
৪৭ মিনিট আগে
ব্যাটাররা ভালো করতে না পারলেও বোলাররা ছিলেন দুর্দান্ত। বিশেষ করে রিচার্ড গ্লিসন ও ক্রিস জর্ডান ছিলেন অপ্রতিরোধ্য। তারা দুজনে মিলে নেন সাত উইকেট। ব্যাটারদের নিয়ে হতাশা প্রকাশ করলেও এমন পারফরম্যান্সের পর বোলারদের প্রশংসা করেছেন বাটলার।
এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘খুবই হতাশাজনক, আমরা যা চেয়েছি তার ধার??? কাছেও খেলতে পারিনি। আমাদের হারই প্রাপ্য। বোলাররা দুর্দান্ত ছিল। বিশেষ করে গ্লিসন ও জর্ডান। আপনি যখন পাওয়ার প্লেতে তিন উইকেট হারাবেন তখন ম্যাচে ফেরাটা কঠিন।’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় গ্লিসনের। অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন ৩৪ বছর বয়সি এই পেসার। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাজরে ফিরিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋষভ পান্তের মতো ব্যাটারদের। এমন পারফরম্যান্সের পর গ্লিসনকে নিয়ে আলাদাভাবে প্রশংসা করেছেন বাটলার।