খাওয়াজার সেঞ্চুরিতে বড় রানের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতেন আব্বাস
১৪ ঘন্টা আগে
করাচি টেস্টের প্রথম দিন শেষে রান পাহাড়ের ইঙ্গিত দিচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া। তারা ৩ উইকেট হারিয়ে ২৫১ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে।
অজিদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ১২৭ রান করে অপরাজিত আছেন উসমান খাওয়াজা। তাকে সঙ্গ দিচ্ছেন নাইট ওয়াচম্যান হিসেবে নামা নাথান লায়ন। তিনি কোনো রান না করেন অপরাজিত রয়েছেন।

এর আগে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাটিংয়ে অজিদের দারুণ শুরু এনে দিইয়েছেন দুই ওপেনার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা।
এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
১৪ ঘন্টা আগে
এই দুজনে মিলে যোগ করেন ৮১ রান। ওয়ার্নার ব্যক্তিগত ৩৬ রানে ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। মার্নাস ল্যাবুশেন কোনো রান না করেন রান আউট হয়েছেন।
এরপর স্টিভ স্মিথকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন খাওয়াজা। স্মিথও দারুণ খেলে সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন। যদিও ৭২ রান করে তিনি হাসান আলীর বলে দ্বিতীয় স্লিপে ফাহিমের হাতে ক্যাচ দিয়েছেন।
দিনের শেষ বেলায় নাথান লায়নের ক্যাচ ফেলেছেন শর্ট লেগে ফিল্ডিং করতে থাকা ইমাম উল হক। না হলে আরেকটি উইকেট নিয়ে দিন শেষ করতে পারতো পাকিস্তান।