মরগানকে সরিয়ে বাটলারকে অধিনায়ক করার প্রস্তাব ভনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
২৮ মার্চ ২৫
ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে জস বাটলারকে চান মাইকেল ভন। সাম্প্রতিক ফর্মের কারণে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৬৮ রান করেছিলেন তিনি। সাদা বলের ক্রিকেটে দারুণ ফর্মে থাকলে লাল বলে ব্যাট হাতে ব্যর্থ বাটলার। চলতি অ্যাশেজ সিরিজে ৭ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে কেবল ১০৭ রান।

তার গড় মাত্র ১৭। সর্বোচ্চ ইনিংস ৩৯ রানের। যদিও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ এই উইকেটরক্ষকের ওপরই ইংল্যান্ডের ভরসা রাখা উচিত বলে মনে করেন ভন।
বাটলারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সমস্যার সমাধান হবে না: ভন
২৮ ফেব্রুয়ারি ২৫
তিনি দ্য টেলিগ্রাফে নিজের কলামে লিখেছেন, 'গত ছয় মাস মরগান যেভাবে দল সাজিয়েছে, সেভাবেই তাকে স্বাধীনতা দেয়া উচিত। তিন ফরম্যাটে উইকেটকিপার হিসেবে থাকা সত্যিই কষ্টের।'
বাটলারকে অধিনায়ক করা প্রসঙ্গে ভন লিখেছেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি সে সাদা বলের অধিনায়কত্বের উত্তরাধিকারী হওয়ার খুব কাছাকাছি। যদি এই গ্রীষ্মে ইয়ন মরগান ফর্মে না ফেরে, তাকে ধরে রাখুন। কিন্তু যদি তিনি না করেন, তাহলে নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাটলারকে অধিনায়ক করুন।'
কদিন আগেই টেস্টে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণে জো রুটকে সরিয়ে বেন স্টোকসকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছিলেন আরেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটন। যদিও এই ব্যাপারে এখনও কোনো আগ্রহ দেখায়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।