promotional_ad

টেস্টে নিজের শেষ দেখে ফেলেছিলেন মালান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

১৪ ঘন্টা আগে
১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা ব্যাটারদের একজন ডেভিড মালান। কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড দলে নিজের জায়গাটা এখনো পাকা করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ২০১৮ সালের আগস্টের পর প্রায় তিন বছর এই সংস্করণের ক্রিকেটে ইংল্যান্ডের স্কোয়াডেই সুযোগ মেলেনি তার। 


শেষ পর্যন্ত এ বছরের আগস্টে ভারতের বিপক্ষে লিডস টেস্ট দিয়ে দলে ফেরেন মালান। খেলছেন চলমান অ্যাশেজ সিরিজেও। প্রায় তিন বছরের এই দীর্ঘ সময় দলে সুযোগ না পাওয়ায় সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে নিজের শেষ দেখে ফেলেছিলেন তিনি। 



promotional_ad

মালান বলেন, 'আমি ভেবেছিলাম আর কখনো টেস্ট খেলতে পারবো না। আপনি ওয়ানডে বা টি-টোয়েন্টিতে যতই ভালো খেলুন। ক্যারিয়ার শেষে আপনাকে টেস্ট দিয়েই বিচার করা হবে। আমাদের জন্য, অ্যাশেজ বছরের সবচেয়ে বড় সিরিজ। তাই এখানে এসে এত দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে রান করতে পারা তৃপ্তিদায়ক।'


আরো পড়ুন

আবারও সারেতে ফিরলেন কেমার রোচ

২৮ মার্চ ২৫
গতবছরও সারের হয়ে খেলেছেন কেমার রোচ

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও ৬১ রানে দুই উইকেট হারিয়ে শঙ্কায় ছিল ইংলিশরা। তবে অধিনায়ক জো রুটকে সঙ্গে নিয়ে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ম্যাচে রেখেছেন মালান। তৃতীয় দিনশেষে ৮০ রান করে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটার। অ্যাশেজে রান করতে পারাটা স্বস্তির বলছেন তিনি।


মালান বলেন, 'যখন ৪০ বা ৫০ রানে ছিলাম, বার্মি-আমি গান গাইছিল। তখন রুটকে বলেছি এটা আমি অনেক মিস করতাম। ইংল্যান্ডের জার্সিতে এখানে দাঁড়াতে পারা...আমি সত্যিই এটা করতে পেরে গর্বিত। বিশেষত গ্যাবায় সবার সামনে। এটা আসলে খুব মজার ব্যাপার।'



তিনি আরও বলেন, 'প্রথম ইনিংস স্পষ্টতই হতাশাজনক ছিল। আমরা এখনও ম্যাচে আছি। আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারিনি। উইকেট যেমনই থাকুক, ১৪০ রানে অল আউট হওয়ার মতো দল না আমরা। তবে আজ আমরা দারুণ খেলেছি কিন্তু মাত্র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball