করোনায় আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষের ৬ ব্যাটারের ৩ রান, জেতা ম্যাচ হারল পাকিস্তান
৯ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পাকিস্তানের ৩৫ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে একজন ক্রিকেটারের ফলাফল পজেটিভ এসেছে।
এই বিষয়টি বুধবার নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে ক্রিকেটারদের ফলাফল নেগেটিভ প্রমাণিত হয়েছে তারা শুক্রবার (১৯ মার্চ) থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হওয়া ক্যাম্পে যোগ দেবেন।

যে একজন ক্রিকেটার পজেটিভ হয়েছেন তাঁর আবারও কোভিড-১৯ পরীক্ষা করা হবে বৃহস্পতিবার। এই রিপোর্টে নেগেটিভ আসলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
যদিও দুইদিনের আইসোলেশন শেষ করে তাঁকে লাহোরে আসতে হবে। গত সপ্তাহেই আসন্ন দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সিরিজের জন্য তিন ফরম্যাটের ফল ঘোষণা করে পিসিবি
এপ্রিলের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল।