ইনজুরিতে আর্চার, অনিশ্চিত টি-টোয়েন্টি সিরিজে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
২৮ মার্চ ২৫
ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। পুরনো কনুইয়ের চোট নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় এই পেসারকে ছাড়াই মাঠে নেমেছে জো রুটের দল। ইনজুরি কতটা গুরুতর তা জানা যাবে পরবর্তী রিপোর্টের পর।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর ফলে বিরাট কোহলিদের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও অনিশ্চিত ২৫ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। এর আগে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম কনুইয়ে ব্যথা পান আর্চার।

এরপর প্রোটিয়াদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজসহ শ্রীলঙ্কা সফর থেকেও ছিটকে যেতে হয় তাঁকে। ইনজুরি ছাড়াও এই পেসারের ফিটনেস নিয়ে চিন্তিত দেশটির ক্রিকেট বোর্ড। চলতি ভারত সফরে লম্বা সময় পর দলে ফিরেছিলেন আর্চার।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত
১৪ মিনিট আগে
এর আগে দ্বিতীয় টেস্টে ইনজেকশন নিয়ে খেলার কথা থাকলেও তাঁকে খেলানো হয়নি। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টেও মাত্র পাঁচ ওভার বল করেন আর্চার। ইংল্যান্ডের বড় পরাজয়ের দিনে ২৪ রান খরচে আর্চার শিকার করেন ১ উইকেট। ইনজুরি ফের দেখা দেওয়ায় মার্চের ১২ তারিখে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে আর্চারের থাকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এ ছাড়া এপ্রিলে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই ইংলিশ পেসার খেলতে পারবেন কিনা তা জানা যাবে পরবর্তী রিপোর্টে। ইসিবি থেকে জানানো হয়েছে, তারা আর্চারের অবস্থা পর্যবেক্ষণ করছে। এদিকে আরেক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস পেটের পিড়ায় ভুগছেন।
এই অসুস্থতা নিয়েই ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে মাঠে নেমেছেন। এর আগে ইংল্যান্ডের সহকারী কোচ পল কলিংউড এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ডাজ ভেনেসও একই সমস্যায় ভুগেছেন।