ব্রিসবেনে শেষ দিনের রোমাঞ্চের আগে স্টার্কের চোট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত
১৪ মিনিট আগে
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। যদিও তাকে সিরিজ নির্ধারণী টেস্টের শেষ দিনে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া।
গ্যাবায় ভারতকে ৩২৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪ রান করেছে ভারত। চতুর্থ দিনের খেলা শেষে স্টার্কের ইনজুরি নিয়ে খোলাসা করেছেন দলটির তারকা ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে স্মিথ বলেছেন, 'আমি নিশ্চিত না। আমি দেখলাম সে হেটে যাচ্ছে তার বাম হ্যামস্ট্রিং ধরে। আমি নিশ্চিত তাকে মেডিক্যাল স্টাফরা দেখভাল করবে এবং একটি জিনিস আমি জানি সে ইনজুরি প্রবণ এবং আগে থেকে সে কিছু ইনজুরি বয়ে বেড়াচ্ছে। তবুও সে তার কাজটা করে যাচ্ছে। আশা করছি সে আগামীকাল ভালো হয়ে ফিরবে।'
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ
১ এপ্রিল ২৫
ক্রিকেটীয় ইতিহাস ঘাটলে জানা যায়, ১৯৫১ সালে ব্রিসবেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৬ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। এটাই যেকোনো দলের শেষ দিনে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
এ ছাড়া ১৯৮৮-র পর থেকে ব্রিসবেনের মাটিতে টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। এই মাঠে বরাবরই ফেভারিট অজিরা। ভারতকে অল্প রানে বেধে ফেলে জয় তুলে নিতে স্টার্কের বড় ভূমিকা রাখতে হবে।
তিনি মাঠে ফিরতে না পারলে শেষ দিনে অনেকটা পিছিয়ে থেকেই মাঠে নামবে অজিরা। তাই তাকে পেতে সব রকমের চেষ্টাই চালিয়ে যাবে স্বাগতিকরা।