আজহারের কাছে ২৯৭ রানই 'যথেষ্ঠ'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতেন আব্বাস
১৪ ঘন্টা আগে
কাইল জেমিসনের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ২৯৭ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস। অবশ্য এই সংগ্রহকেই পর্যাপ্ত বলে মনে করছেন পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলী। প্রথম ইনিংসে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন আজহার।
মূলত তার দৃঢ়তাতেই ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান লড়াইয়ের পুঁজি পেয়েছে। প্রথম মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৮৮ এবং পরে ষষ্ঠ উইকেটে ফাহিম আশরাফকে নিয়ে আরও ৫৬ রান যোগ করেন আজহার। এভাবেই নিজেদের ব্যাটিং বিপর্যয় সামাল দেয় পাকিস্তান।

এ প্রসঙ্গে আজহার বলেন, 'আমি জানতাম প্রথম কয়েক ঘণ্টা কঠিন হবে এবং যখন উইকেটে আপনি ঘাস দেখবেন তখন লম্বা সময় থাকার জন্য মনোযোগ দিতে হবে। আমরা ইতিবাচক ছিলাম। বিশেষ করে বল আপনার নাগালের মধ্যে থাকবে এটা থেকে আপনার রান বের করতে হবে। কারণ আপনি একটি বা দুটি বল পাবেন এই জায়গায়।'
'আমাদের রানরেট ভালো ছিল উইকেট অনুযায়ী। আপনি যদি উইকেট অনুযায়ী বিচার করেন এটা বেশ ভালো সংগ্রহ। বিশেষ করে যারা আগে ব্যাটিং করে তাদের জন্য। এটা কঠিন দিন ছিল। তাই আমি এমনটা মনে করছি এবং এটা ধরেই আগামীকাল আমাদের এগোতে হবে।'
নিজের ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে খেলতে নেমেই ৫ উইকেট দখল করেছেন জেমিসন। নিজের প্রথম স্পেলেই পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন তিনি। দ্বিতীয় স্পেলে আরও ২ উইকেট নিয়ে ৫ উইকেটের মাইলফলকে পৌছান এই কিউই পেসার। তাঁকে খেলা প্রায় অসম্ভব ছিল বলে দাবি আজহারের।
তিনি বলেন, 'সে অনেক লম্বা এবং ভালো লাইন লেন্থে বল করেছে। বল দুইদিকেই সুইং করিয়েছে। এটা দুর্দান্ত ছিল এবং কঠিনও ছিল খেলা।'