promotional_ad

ক্যামেরন গ্রিনকে নিয়ে ধৈর্য ধরতে বললেন ল্যাঙ্গার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ক্রিকেটার তৈরীর তীর্থভূমি বলা হয় অষ্ট্রেলিয়াকে। অতীতে ডন ব্রাডম্যান থেকে বর্তমানে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্করা। যারা ব্যাটে-বলে বিশ্ব ক্রিকেটের ছড়ি ঘোড়াচ্ছেন। আসন্ন ভারতের বিপক্ষে সিরিজের আগে নতুন আরেক প্রতিভাধর ক্রিকেটারকে খুঁজে পেয়েছে দেশটি। 


নাম তার ক্যামেরন গ্রিন। তিনি ব্যাটে যেমন ধারাবাহিক তেমনি বল হাতেও কার্যকরী ভূমিকা রাখতে পারেন। অষ্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার তাকে নিয়ে এখনি এত তাড়াহুড়োর করতে নারাজ। কেননা অষ্ট্রেলিয়ার অতীত ইতিহাস যে খুব একটা ভালো নয়। 


অসামান্য প্রতিভা নিয়ে জাতীয় দলে আসলেও প্রত্যাশার ভারে খেঁই হারিয়ে ফেলেছেন অনেকেই। আসন্ন ভারত সিরিজে অষ্ট্রেলিয়া দলে থাকলেও এবার ৬ ফুট ৭ ইঞ্চি এই তরুণ প্রতিভাকে নিয়ে বেশ সাবধানী অষ্ট্রেলিয়ার কোচ। তাই তাকে নিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন ল্যাঙ্গার।



promotional_ad

২১ বছর বয়সী এই ব্যাটসম্যানকে অষ্ট্রেলিয়ার জন্য ব্যাটে-বলে দারুণ প্রতিভাবান হিসেবে মানছেন তিনি। প্রয়োজন হলে তাকে খেলানোর চেয়ে বরং আরো সময় নিয়ে গড়তে চান এই কোচ। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া একটি ভিডিও বার্তায় ল্যাঙ্গার বলেন, 'আমরা জানি সে অসাধারণ প্রতিভা সম্পূর্ণ। তবে আমাদের অতীতে এরকম প্রতিভা সম্পূর্ণ খেলোয়াড় হারিয়ে গেছে।' 


'তাকে আমরা কিভাবে পরিচালনা করতে পারি এটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। সে আমাদের জন্য এবং দক্ষিণ অষ্ট্রেলিয়া ক্রিকেটের জন্য ব্যাটে বলে দারুণ প্রতিনিধি হতে পারে।  তার প্রতি সম্মান দেখিয়ে তাকে আরো সময় দিতে হবে আমাদের। আমি আবারো বলতে চাই তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। এটা আমাদের বছর বছর ধরে শিক্ষা দিয়েছে', যোগ করেন অজি কোচ।


শেফিল্ড শিল্ডের এবারের মৌসুমে অসাধারণ খেলেছেন গ্রিন। দক্ষিণ অষ্ট্রেলিয়ার এই অলরাউন্ডার ৪ ম্যাচে ৭২.৬০ গড়ে মোট ৩৬২ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বশেষ ৬ ইনিংসে ৪টি সেঞ্চুরি রয়েছে তাঁর। যেখানে ভিক্টোরিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৯৭ রানের ইনিংস খেলেছিলেন। যদিও ইন্জুরির করনে এবার বোলিং করেননি তিনি।


জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণ প্রথম শ্রেণির ক্যারিয়ারে এ পর্যন্ত ১৯ ম্যাচ খেলে মোট ১১৯৬ রান সংগ্রহ করেছেন। যেখানে একই সংখ্যক ম্যাচে তিনি মোট ৩০ টি উইকেট শিকার করেন। এমনকি  নিজের অভিষেক ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে ৫ উইকেট শিকার করেছিলেন। যা শেফিড শিল্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড।



তাই গ্রিনের বোলিং দেখার জন্য মুখিয়ে আছেন ল্যাঙ্গার। দক্ষিণ অষ্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের ব্যাটিংকে দুর্দান্ত বলেও আখ্যা দিয়েছেন তিনি। এ বিষয়ে ল্যাঙ্গার বলেন, 'এটি সত্যি যে তার ব্যাটিং দুর্দান্ত। সে গত ৬/৭ টি শিল্ড ম্যাচে ৪টি সেঞ্চুরি করেছে। একজন ২১ বছর বয়সি তরুণ ব্যাটসম্যানের জন্য এটা অসাধারণ বিষয়। হ্যা আমরা তার বোলিং দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball