আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন স্মিথ!

ছবি: সংগৃহিত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। তখন দুই বছরের জন্য তাকে কোনো ধরণের অধিনায়কত্ব না দেয়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের ওই ঘটনার প্রায় তিন বছর হতে চলেছে। গুঞ্জন উঠেছে ফের অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথকে দেখা নিয়ে। টিম পেইনের পর তাকেই অধিনায়কত্ব দেয়া হতে পারে বলে ধারণা করেছেন অনেকে।


promotional_ad

স্মিথের অধিনায়কত্বে ফেরা নিয়ে প্রশ্ন করা হয় প্রধান নির্বাচক ট্রেভর হেন্সকে। এখনো এই ব্যাপারে আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে স্মিথের অধিনায়ক হওয়ার সম্ভাবনাকেও নাকচ করেননি হেন্স।


তিনি বলেন, 'এটার উত্তরে আমি যেটা বলতে পারি, এই ব্যাপারে এখনো আলোচনা হয়নি। এটা বলা কঠিন, তবে অবশ্যই তার সম্ভাবনা আছে। যখন আমরা এই পথে যাবো (নতুন অধিনায়ক বেছে নেয়ার) তখন সে বিবেচনায় থাকবে। পেইন এখনো চলে যায়নি। আমরা ঠিক সময়ে এটা নিয়ে চিন্তা করবো।'


বর্তমানে টিম পেইন অস্ট্রেলিয়া জাতীয় দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তবে ৩৬ বছরে পা দেয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ক্যারিয়ার আর খুব বেশি লম্বা হওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে সাদা পোশাকে অজিদের সহ-অধিনায়ক হিসেবে আছেন পেসার প্যাট কামিন্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball