promotional_ad

অক্ষুন্ন রইলো না ওয়াহ ব্রাদার্সের ৩০ বছরের রেকর্ড

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিখ্যাত সহোদর স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহর ত্রিশ বছর আগের রেকর্ড নতুন করে ভেঙেছেন ভিক্টোরিয়ার দুই ওপেনার উইল পুকোভস্কি ও মার্কাস হ্যারিস। শেফিল্ড শিল্ড ইতিহাসের সর্বোচ্চ ৪৮৬ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। ফলে মার্ক ভ্রাতাদের ৪৬৪ রানের জুটির রেকর্ড টপকে নতুন ইতিহাস গড়েন তাঁরা।  


অ্যাডিলেড ওভালে চলমান শেফিল্ড শিল্ডের ছয় নম্বর ম্যাচে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন পুকোভস্কি এবং হ্যারিস। এই ম্যাচের প্রথম ইনিংসে নিউ সাউথ ওয়েলসের ২০০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের নাভিশ্বাস উঠিয়ে ছাড়েন ভিক্টোরিয়ার এই দুই ব্যাটসম্যান।


শনিবার ৪১৮ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দিন শেষ করেন পুকোভস্কি ও হ্যারিস। এদিন পুকোভস্কি অপরাজিত ছিলেন ১৯৯ রানে। এরপর আজ (রোববার) দিনের প্রথম বলেই নিজের ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। সেই সাথে হ্যারিসকে সঙ্গে নিয়ে রেকর্ড বইয়ে ঝড় তোলেন।



promotional_ad

৪৮৬ রানের এই রেকর্ড জুটিতে সাউথ অস্ট্রেলিয়ার ক্যালাম ফার্গুসনের অবদানও অবশ্য কম নয়। দুই ব্যাটসম্যান যখন ৪৩৬ রানের জুটি নিয়ে ব্যাটিংয়ে ছিলেন তখন স্লিপে হ্যারিসের ক্যাচ ছাড়েন ফার্গুসন। পরে তাঁর কাভার ড্রাইভেই আসে ৪৬৫তম রান। ফলে ভেঙে যায় ১৯৯০ সালে নর্থ সাউথ ওয়েলসের হয়ে পঞ্চম উইকেট জুটিতে মার্ক ও স্টিভ ওয়াহর ৪৬৪ রানের জুটির রেকর্ডটি।


রেকর্ড ভাঙ্গা গড়ার এই দিনে অবশ্য আরো বেশ কয়েকটি কীর্তি গড়েছেন এই দুই ওপেনার। ইতিমধ্যে ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটির মালিক বনে গেছেন পুকোভস্কি ও হ্যারিস।


একই সঙ্গে ভেঙেছেন ১৯৮১ সালে জুলিয়েন উইনের এবং জেফ মসের গড়া ৩৯০ রানের উদ্বোধনী জুটির রেকর্ড। এছাড়াও ভিক্টোরিয়ার হয়ে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটিও এখন তাদের। এর আগের রেকর্ড ছিল ১৯২৩ সালে আর্নি মায়েন এবং বিখ্যাত বিল পন্সফোর্ডের ৪৫৬ রানের জুটি।


এদিন চাইলেই অবশ্য শেফিল্ড শিল্ডের ইতিহাসে রেকর্ড ৫০০ রানের জুটিও গড়তে পারতেন এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান। কিন্তু তা হতে দেননি সাউথ অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার ওয়েস অ্যাগার।



ইনিংসের ১২৪তম ওভারে ৪৮৬ রানের মাথায় একটি শর্ট লেন্থের ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে ফেরেন হ্যারিস। তবে আউট হওয়ার আগে ৩৯৯ বলে ২৩৯ রান করেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।


নিউ সাউথ ওয়েলসের বোলারদের ভুগিয়ে দলীয় সংগ্রহ ৩ উইকেটে ৫৬৯ হওয়ার পর ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া। ফলে ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন পুকোভস্কি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball