promotional_ad

অবসরের পর থেকেই বিষণ্ণতায় ভুগছেন জনসন!

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালে সবধরণের ক্রিকেট থেকে অবসর নেন মিচেল জনসন। এরপর থেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা পেসারকে। সম্প্রতি চ্যানেল সেভেনকে এমনটাই জানিয়েছেন ৩৮ বছর বয়সী জনসন। 


নিজের ক্রিকেট ক্যারিয়ারে অনেকবারই ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে জনসনকে। তবে ইনজুরি কাটিয়ে প্রতিবারই মাঠে ফিরেছেন কঠিনভাবেই। কিন্তু অবসরের পর এই লড়াকু পেসারেরই সঙ্গী ছিল হতাশা এবং বিষণ্ণতা।  



promotional_ad

জনসন বলেছেন, 'ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই আমার কাছে সবকিছু কঠিন মনে হওয়া শুরু হয়। এই পরিস্থিতিতে হঠাৎ করেই আপনার আর কিছু করার থাকবে না। আমি এই বিষয়টি নিয়ে সংগ্রাম করেছি। দুই বছর ধরে ক্রিকেট থেকে দূরে থাকার পর আমি এখন উত্তরণের পর্যায়ে আছি।'


ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে অনেকবার ভেবেছেন জনসন। অবসরের নেবেন কিনা সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বতেও ছিলেন তিনি। তবে এরপরও ৩৬ বছর বয়সে সরে দাঁড়ান এই অজি তারকা পেসার। 


জনসনের ভাষায়, 'অসংখ্যবার আমি অবসরের বিষয়ে ভেবেছি। আমি বুঝতে পেরেছি যে আমাকে বিষণ্ণতা গ্রাস করেছে। তবে আমার মতে হতাশা এমন একটা ব্যাপার যেটা আমার তরুণ বয়স থেকেই সঙ্গী। ক্রিকেট অনেক কিছুই দূরে রাখতে সাহায্য করে। এটা হতাশা লুকাতেও সাহায্য করে।'



অস্ট্রেলিয়ার হয়ে ৭৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে এবং ৩০টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিচেল জনসন। টেস্টে ২৮.৪০ গড়ে ৩১৩ উইকেট শিকার করেন তিনি। ওয়ানডেতে ২৫.২৬ গড়ে ২৩৯ উইকেটের মালিক এই বাঁহাতি পেসার। আর টি-টোয়েন্টিতে ২০.৯৭ গড়ে ৩৮ উইকেট নেন জনসন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball