promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ঘরের মাটিতে: গাঙ্গুলি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছরের জানুয়ারি-মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যার মধ্যে একটি টেস্ট হবে দিবা-রাত্রির। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এমনটাই জানিয়েছেন সম্প্রতি। 


কলকাতা প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের মাটিতে দিবা-রাত্রি টেস্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। এক্ষেত্রে ম্যাচের ভেন্যু হিসেবে আহমেদাবাদের কথাও উল্লেখ করেন তিনি। সৌরভ বলেন, ‘আহমেদাবাদে দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে।’



promotional_ad

ভারতের করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ধারণা করা হচ্ছিল আইপিএলের মতো ইংল্যান্ড-ভারত সিরিজও হবে আরব আমিরাতে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন গাঙ্গুলি।


দেশের মাটিতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিরিজটি আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। যার জন্য এরই মধ্যে অস্থায়ী কিছু পরিকল্পনা হাতে নিয়েছে তারা। বোর্ড সভাপতি তাই আশাবাদী সঠিকভাবে সিরিজটি আয়োজন করার ব্যাপারে।


সিরিজ চূড়ান্ত না হলেও নিজেদের প্রস্তুতি ঠিকই এগিয়ে রাখছে বিসিসিসিআই। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘এখনো সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমাদের হাতে এখনো চার মাস সময় আছে। তবে আমরা কিছু অস্থায়ী পরিকল্পনা তৈরি করেছি।’



তবে ইংল্যান্ড সিরিজের আগে আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রতি গুরুত্ব দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। আগামী কয়েকদিনের মধ্যেই দল চূড়ান্ত করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। গাঙ্গুলি বলেন, ইংল্যান্ডের আগে, আমাদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই দল বাছাই করা হবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball