ভারতের বিপক্ষে হারের ক্ষত আজও পোড়ায় গুলকে

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত শুক্রবার সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল। দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও কখনো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাঁর।
তবে উপমহাদেশের মাটিতে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলার অভিজ্ঞতা রয়েছে গুলের। যেখানে ভারতের কাছে ২৯ রানে হেরে যায় পাকিস্তান। ওই ম্যাচে ৮ ওভার বল করে ৬৯ রান খরচ করেন গুল। অবসর নেয়ার পর দেয়া এক সাক্ষাৎকারে সেই ম্যাচটিই নিয়ে আক্ষেপ করেছেন ৩৬ বছর বয়সী ডানহাতি পেসার।

গুল বলেন, ‘আমার সবসময়ই আফসোস হয় কারণ ওই ম্যাচে পারফর্ম করতে পারিনি। ওই হারটা আমাকে কষ্ট দিয়েছে এবং দিয়ে যাবে। আমার মনে হয় এই ম্যাচে পাকিস্তানের জয় পাওয়া উচিত ছিল। আমরা আসরের শুরু থেকেই প্রথমে ছিলাম কিন্তু সেমিতে ভারতের বিপক্ষে আমাদের যেটা করা দরকার ছিল সেটা করতে পারিনি।’
ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগেও দারুণ ফর্মে ছিলেন গুল। ৭ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৪ উইকেট। কিন্তু সেমিফাইনালেই পুরোপুরি ব্যর্থ হন তিনি। তবে ব্যক্তিগত পারফরম্যান্স খারাপ হলেও দলের জয়ে আশাবাদী ছিলেন গুল। বিশেষ করে উইকেটে মোহাম্মদ হাফিজ যতক্ষণ ছিলেন, ততক্ষণ জয় নিয়ে আত্মবিশ্বাস ছিল তাঁর।
গুলের ভাষায়, 'যতক্ষণ হাফিজ খেলছিল আমি আশাবাদি ছিলাম। সবাই-ই ভাবছিল আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। কিন্তু যখন সে আউট হয়ে গেল, সম্ভাবনাও শেষ হয়ে গেছে তখন। পরে আমাদের আর কোনো জুটি গড়ে উঠেনি।'
ওই ম্যাচে শচীন টেন্ডুলকারের আউট নিয়ে ডিআরএসের একটি সিদ্ধান্ত বেশ বিতর্কিত হয়েছিল। সেটি নিয়ে গুল বলেন, 'আমরা মাঠের সবাই নিশ্চিত ছিলাম শচীন আউট। কিন্তু ডিআরএসে যেটা দেখা গেল তাতে চমকে গেছিলাম আমরা । আমি জানি না সেখানে কী হয়েছিল। কিন্তু দেখে মনে হচ্ছিলো এটা আউট। যদি শচীনের উইকেটটা আমরা দ্রুত নিতে পারতাম। ফলাফল ভিন্ন হতে পারতো।'