promotional_ad

টানা ২১ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টানা ২১ ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার  স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডতে ২৩২ রানের বিশাল জয় পায় অজি নারীরা। একই সঙ্গে রেকর্ডের খাতায় নাম লেখায় র‍্যাচেল হেইনেসের দল।  


অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মেঘ ল্যানিং ছাড়া এই জয় বেশ কঠিন হলেও তা বুঝতে দেননি বাকি ক্রিকেটাররা। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় অস্ট্রেলিয়া।  উদ্বোধনী জুটিতে র‍্যাচেল হেইনেস এবং অ্যালিসা হেইলি যোগ করেন ১৪৪ রান।



promotional_ad

পঁচিশতম ওভারে প্রথম উইকেট যাওয়ার পর আবারো অ্যানাবেল সাদারল্যান্ডকে সঙ্গে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন অধিনায়ক হেইনেস। শেষের দিকে বেথ মুনি এবং তাহলিয়া ম্যাকগ্রার ঝড়ো ইনিংসে ৩২৫ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। যা নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রান। এর আগে ৩৯৭ রানের সর্বোচ্চ দলীয় রানটি ছিল পাকিস্থানের বিপক্ষে ১৯৯৭ সালে।


মাত্র ১১ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান ম্যাকগ্রা। অস্ট্রেলিয়া নারী দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক হেইনেস। 
৩২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অধিনায়ক সোফি ডিভাইনের উইকেটটি হারিয়ে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড।


এরপর দ্রুতই শুরু হয় কিউইদের আশা যাওয়ার মিছিল। ইনিংসের ১২তম ওভারেই চার উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাতাশ ওভারেই মাত্র ৯৩ রানে অলআউট হয় সফরকারীরা। মেগান স্কাট, জেস জোনাসেন, অ্যাসলেইঘ গার্ডনার, সোফি মলিনিউক্স প্রত্যেকে দু’টি করে উইকেট শিকার করেন।



নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন অ্যামি স্যাটারওয়েট। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জেতে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এবার ঘরের মাঠে আরেকটি সিরিজে জয় লাভ করলো তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball