promotional_ad

অস্ট্রেলিয়া দলের স্পন্সর ডেটল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চার বছরের চুক্তিতে অস্ট্রেলিয়া দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে জার্মানির জীবাণুনাশক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডেটল। এর আগে দলটির স্পন্সর ছিল জিলেট। নতুন এই চুক্তির আওতায় পুরুষ সাপোর্ট স্টাফও থাকছে। 


এর আগে সাপোর্ট স্টাফে স্পন্সর হিসেবে ছিলো বিউপা। যারা অস্ট্রেলিয়ার নারী দলের সঙ্গেও চুক্তিবদ্ধ ছিলো। কয়েকদিন আগেই টেস্ট দলের স্পন্সর হিসেবে মোবাইল ফোন কোম্পানি ভোডাফোনের সঙ্গে চুক্তি করে অস্ট্রেলিয়া।



promotional_ad

চলতি বছরের শুরুতে ক্রিকেট বলকে করোনা ভাইরাসের সংক্রমন মুক্ত করার পরিকল্পনার কথা জানানো হয়। করোনার কারণে বলে মুখের লালা ব্যবহারও নিষিদ্ধ করে আইসিসি। এরপরই অস্ট্রেলিয়ান বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করে ডেটল। 


কিছুদিন আগে করোনাকালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। সেখানেও তাদের পার করতে হয় কঠোর বিধি-নিষেধ। এরপরই প্রতিবেশী নিউজিল্যান্ডের মেয়েদের মুখোমুখি হয় অজি নারীরা। 


এই সিরিজে প্রথমবারের মতো সুযোগ করে দেয়া হয় সীমিত পরিসরে দর্শক প্রবেশের। আইসিসির নিয়ম অনুযায়ী, বল দর্শকদের কাছে গেলেই স্যানিটাইজ করতে হবে আম্পায়ারদের। আসছে গ্রীষ্মে স্বাস্থ্যবিধি মেনে সব ধরণের ক্রিকেট চালু করতে চায় অস্ট্রিলিয়ার বোর্ড। 



ডেটলের সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ার প্রায় সাড়ে তিন হাজার ক্লাবে স্যানিটাইজ সামগ্রী দেবে ডেটল।  নতুন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও নিক হকলি বলেন, 'ডেটল অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বজুড়েই পরিচিত ও বিশ্বস্ত একটি ব্র্যান্ড। আগামী গ্রীষ্মে ক্রিকেট ফেরায় তাদের সহযোগীতা আমাদের সুরক্ষা দেবে।'


অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করতে পেরে খুশি ডেটলও। তাদের আঞ্চলিক পরিচালক ডেভিড রাঙ্কিন বলেন, 'আমরা অস্ট্রেলিয়ানদের ভালোবাসার খেলাটাকে সুরক্ষিত রাখার বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হতে পেরে উচ্ছসিত। জাতীয় দল থেকে ছোট ক্লাব পর্যন্ত, ক্রিকেট মাঠে ফেরাতে আশা করি আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা দিতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball