promotional_ad

৩৫ বছরের বন্ধু হারিয়ে শোকে মুহ্যমান কপিল দেব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডিন জোন্স। কিংবদন্তী এই ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকারের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না অনেক সাবেক ক্রিকেটার।


এই তালিকায় রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের মৃত্যুর পর আবেগঘন বার্তা দিয়েছেন কপিল। ৩৫ বছরের বন্ধুত্ব ছিন্ন হওয়ায় শোকে পাথর হয়ে পড়েছেন ভারতের সাবেক এই তারকা পেসার। 


সংবাদ সংস্থা ইয়ানসকে (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস) কপিল দেব বলেন, 'ডিনো আমার দারুণ একজন বন্ধু ছিল এবং আমি তাঁর চলে যাওয়ার খবরে অনেক বড় ধাক্কা খেয়েছি। আমি তাঁর পরিবারের জন্য দুঃখিত। আপনি তাঁকে অবশ্যই মিস করবেন, কিন্তু ওর পরিবার সবচাইতে বেশি ভুগবে। আমি তাঁকে ৩৫ বছর ধরে চিনি।' 


promotional_ad

খেলোয়াড়ি জীবনে অনেক বড় মাপের তারকা ছিলেন ডিন জোন্স। রানিং বিটউইন দ্য উইকেটে ব্যাটিং করতে পারদর্শী হওয়ায় ক্রিকেট বিশ্বে যথেষ্ট নাম কুড়িয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অবসরের পর একজন সফল ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। জোন্সের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে তাই ভোলেননি কপিল।


ভারতীয় কিংবদন্তী বলেন, 'সে (জোন্স) অনেক বড় মাপের একজন ক্রিকেটার ছিল এবং অবশ্যই অন্যতম সেরা ক্রীড়াবিদ। রানিং বিটউইন দ্য উইকেটে খেলার একজন মাস্টার ছিল সে। একই সঙ্গে অসাধারণ একজন ধারাভাষ্যকার ছিল সে যার রসবোধ দারুণ ছিল।'


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রায় প্রতি আসরেই ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতো ডিন জোন্সকে। মৃত্যুর আগে ভারতে অসংখ্যবার সফর করেছেন তিনি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র জোন্সই সবচেয়ে বেশি ভারত সফর করেছেন। তাই দেশটির সঙ্গে তাঁর সম্পর্কও ছিল ভিন্ন।


কপিল দেবের ভাষ্যমতে, 'ডিনো ছাড়া অন্য কোনো বিদেশি ক্রিকেটার এতবার ভারত সফর করেনি। সে ১০০ বারের বেশি ভারতে এসেছে। কিন্তু এখন সে চলে গেল। তাঁর বয়স ৬০ বছরও ছিল না। এমনকি ম্যালকম মার্শালও অনেক আগে চলে গেছে (৪১ বছর ২০০ দিন বয়সে)।' 


অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট এবং ১৬৪টি ওয়ানডে খেলেছেন সদ্য প্রয়াত ডিন জোন্স। যেখানে টেস্টতে ১১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরিসহ ৪৬.৫৫ গড়ে ৩ হাজার ৬৩১ রান করেছেন তিনি। অপরদিকে ওয়ানডেতে ৪৪.৬১ গড়ে তাঁর সংগ্রহ ৬ হাজার ৬৮ রান। এই ফরম্যাটে ৭টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball