ফিঞ্চের অনুপ্রেরণায় জ্বলে উঠেছেন ম্যাক্সওয়েল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে দল জিতিয়ে উচ্ছ্বসিত গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়ক অ্যারন ফিঞ্চের প্রতি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।
লম্বা সময় ধরে অফফর্মে ছিলেন ম্যাক্সওয়েল। গত ইংল্যান্ড বিশ্বকাপে দশ ম্যাচ খেলে একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। এরপর খেলা থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে বিরতি নিয়েছিলেন তিনি।

করোনার প্রকোপের কারণে লম্বা সময় ধরে খেলেনি অস্ট্রেলিয়া। সেই সময়টায় ফিঞ্চের সঙ্গে অনুশীলনের সুযোগ হয় ম্যাক্সওয়েল। অজি অধিনায়কের অনুপ্রেরণায় ছন্দে ফিরতে সুবিধা হয়েছে তাঁর।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা ম্যাক্সওয়েল বলেন, 'লকডাউনের সময় আমি ফিঞ্চের সঙ্গে অনুশীলন করেছি এবং অনেক কথা বলেছি- যা খুবই ভালো হয়েছে। দলে আমার ভূমিকা নিয়ে বা সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে। নিজ ভূমিকা সম্পর্কে তাই আমার স্পষ্ট ধারণা হয়েছে।
এমনকি সিরিজের আগেও সে আমাকে আমার ভূমিকা সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তার পূর্ণ সমর্থন আমার সঙ্গে আছে, এটা জানতাম। শুধু আমাকে নয়, গোটা দলকেই সে এখানে দারুণভাবে ঐক্যবদ্ধ রেখেছে।'
ম্যানচেষ্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার ৩০৩ রান তাড়া করতে গিয়ে ৭৩ রানে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে ২১২ রানের জুটি গড়ে দল জেতান ম্যাক্সওয়েল। ব্যাট হাতে তিনি করেন ৯০ বলে ১০৮ রান।