promotional_ad

বাটলার-বেয়ারস্টোদের পেছনে ফেললেন ম্যাক্সওয়েল

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে ক্রিকেটে সবচাইতে কম বল খেলে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার পথে এমন মাইলফলক স্পর্শ করেছেন অজি এই অলরাউন্ডার।


ম্যানচেষ্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার ৩০৩ রান তাড়া করতে গিয়ে ৭৩ রানে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে ২১২ রানের জুটি গড়ে দল জেতান ম্যাক্সওয়েল। ব্যাট হাতে করেন ৯০ বলে ১০৮ রান।



promotional_ad

এই ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে তিন হাজার রান স্পর্শ করতে ম্যাক্সওয়েল খেলেন ২ হাজার ৪৪০টি বল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম কোনও ব্যাটসম্যান আড়াই হাজারের কম ডেলিভারি খেলে ৩ হাজার রান করেছেন।


এর আগে ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলার ২ হাজার ৫৩২ বল খেলে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।


এই রেকর্ড তালিকার পরবর্তী দুজনও ইংল্যান্ডের। তারা হলেন জেসন রয় এবং জনি বেয়ারস্টো। রয় দুই হাজার ৮৪২ বল খেলে এবং বেয়ারস্টো দুই হাজার ৯৫৭ বল খেলে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন।



তালিকার পঞ্চম স্থানে আছেন ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব। আশির দশক, অর্থাৎ তুলনামূলক কঠিন সময়ের ক্রিকেটে ২ হাজার ৯৯৭ বল খেলে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন কপিল।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball