এ যেন টেস্টের চতুর্থ বা পঞ্চম দিনের উইকেট!

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। শেষ ৬৩ রান তুলতে আট উইকেট হারিয়েছে দলটি। ম্যানচেস্টারের উইকেটকে তাই টেস্ট ম্যাচের চতুর্থ বা পঞ্চম দিনের অনিশ্চয়তায় ভরা কঠিন উইকেটের সঙ্গে তুলনা করছেন অজি পেসার প্যাট কামিন্স।
এমন উইকেটেও ৭৩ রানের ইনিংস খেলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। মারনাস ল্যাবুশেন খেলেন ৪৮ রানের ইনিংস। ল্যাবুশেন ফেরার পরই মূলত ধস নামে অজি ব্যাটিং লাইনআপে। তিনটি করে উইকেট নেন তিন ইংলিশ পেসার জফরা আর্চার, ক্রিস ওকস ও স্যাম কারান।
ম্যাচ শেষে ক্রিকইনফোকে কামিন্স বলেন, 'এটা খুব কঠিন উইকেট ছিল। বিশেষ করে নতুন ব্যাটসম্যানদের জন্য। দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটি শেষ করতে পারিনি। টেস্টের চতুর্থ বা পঞ্চম দিনের উইকেটের মতো ছিল এটা।

কয়েকজন তবুও এখানে ভালো ব্যাটিং করেছে। যদি কেউ একবার ব্যাটিংয়ে টিকে যায়, তাহলে তার জন্য উইকেটটি ভালো। অবশ্য ওখানে আপনি ভালো বাউন্স আশা করতে পারেন না।'
এর আগে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। দলীয় ১৪৯ রান তুলতে আট উইকেট হারায় ইয়ন মরগানের দল। মরগান ৪২ ও জো রুট ৩৯ রান করেন।
আট উইকেট পড়ার পর ৭৬ রানের জুটি গড়েন টম কারান ও আদিল রশিদ। ৩৯ বলে ৩৭ রান করেন টম, অপরাজিত ৩৫ রান আসে রশিদের ব্যাটে।
কামিন্স আরও বলেন, 'প্রথম ৪০ ওভারে আমরা ভালো বোলিং করেছি। বল ভালো লেংথে যাচ্ছিলো। হঠাৎ ওরা মারতে শুরু করল। শেষ দশ ওভারে আমরা ৮০'র বেশি রান দিয়েছি।
এটা নিয়ে আমরা পরিকল্পনা করব (যেন সামনের ম্যাচে না হয়) অবশ্যই। আবার যখন আমরা দুইশ রান অতিক্রম করছিলাম তখন আবার ভিন্ন ম্যাচ হয়ে গেল!'