promotional_ad

অজিরা ভুল করেনি, আমাদের বোলাররাই উইকেট নিয়েছে: মরগান

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে কেবল ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টইনিসই ক্যাচ আউট হয়েছেন। দুজনের ক্যাচই লুফে নেন উইকেটরক্ষক জস বাটলার। এছাড়া প্রত্যেকেই লেগ বিফোর উইকেট, বোল্ড বা স্টাম্পিং হয়ে ফিরেছেন। ইংল্যান্ডের বোলারদের এমন পারফরম্যান্সে তাই গর্বে ভাসছেন ম্যাচজয়ী অধিনায়ক ইয়ন মরগান।


২৪ রানে ম্যাচ জেতার পর তিনি বলেন, 'ফিঞ্চ আর মারনাস এই লক্ষ্যকে আরও সহজ বানিয়ে দেয়, যদিও এমন লক্ষ্য সহজ ছিল না। ছেলেরা অসাধারণ বোলিং করেছে। অস্ট্রেলিয়া অনেক বেশি ভুল করেনি।



promotional_ad

লেগ বিফোর উইকেট আর বোল্ড হয়েছে ওরা। বোলাররাই ব্যাটসম্যানকে আউট করেছে। যখন আপনি এমন পারফরম্যান্স করবেন তখন সেটা পরবর্তীতে মাঠে নামতে যাওয়া ব্যাটসম্যানদের জন্য বড় বার্তা।'


অ্যারন ফিঞ্চের ৭৩ ও মারনাস ল্যাবুশেনের ৪৮ রানের পরে ১৪৪ রানে তৃতীয় উইকেট হারানো অস্ট্রেলিয়া ম্যাচটিতে অলআউট হয়েছে ২০৭ রানে।


তিনটি করে উইকেট নিয়েছেন ইংল্যান্ডের তিন পেসার জফরা আর্চার, ক্রিস ওকস ও স্যাম কারান। ম্যাচ শেষে পেসারদের এই দুর্দান্ত বোলিং প্রদর্শনীর প্রশংসা করেন মরগান।



তিনি আরও বলেন, 'জফরা দারুণ বোলিং করেছে। ওকসও তাই। এটা আমাদের শক্তিশালী ইউনিট। ম্যাচের অধিকাংশ সময়ে আপনি তাদের দিয়ে বোলিং করাতে চাইবেন।


আমি যখন তাদের বোলিংয়ে এনেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থা ছিল। কেননা ম্যাচ তখন আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল। তখন আমাদের পরিবর্তন আনা দরকার ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball