ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন স্মিথ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষগে প্রথম ওয়ানডেতে দলে ছিলেন না অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র গতকাল জানিয়েছিলেন শনিবার (১২ সেপ্টেম্বর) স্মিথের শারীরিক অবস্থা মূল্যায়ন করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।
অবশেষে এলো সিদ্ধান্ত। কনকাশন টেস্টের পর দ্বিতীয় ওয়ানডেতে ফিরতে প্রস্তুত ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর এই ব্যাটসম্যান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'স্মিথ এখন দুটি দফায় পরীক্ষার মধ্য দিয়ে এসেছেন। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন তিনি।'
এর আগে গেল বৃহস্পতিবার নেটে অনুশীলনের সময় ধাক্কা খেয়ে মাথায় আঘাত লাগায় ইনজুরিতে পড়েন স্মিথ। প্রথমে স্মিথ খুব একটা গুরুত্ব না দিলেও অধিনায়ক ফিঞ্চের সাবধানতা ব্যবস্থা হিসেবে ওয়ানডে দলে রাখা হয়নি বিশ্বের কে নম্বর এই ব্যাটসম্যানকে।
প্রথম ওয়ানডেতে টস করতে গিয়ে ফিঞ্চ বলেছিলেন, 'অনুশীলনে গতকাল তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে বসিয়ে রাখাটা একটি সতর্কতামূলক ব্যবস্থা।'
এর আগে গেল বছর লর্ডসের টেস্ট চলাকালীন জফরা আর্চারের এক বাউন্সারে ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন স্মিথ। সেবার এক ঘণ্টা বিরতি দিয়ে ফের নেমেছিলেন এই অজি তারকা। কিন্তু পরবর্তি টেস্টটিতে ইনজুরির কারণে দলে ছিলেন না ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর এই ব্যাটসম্যান।
রবিবার (১৩ সেপ্টেম্বর) মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডেটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।