promotional_ad

টি-টোয়েন্টিতে ফিনিশার হতে চান অ্যাগার

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি সংস্করণে অস্ট্রেলিয়া দলের ফিনিশার হতে চান অ্যাস্টন অ্যাগার। সাউদ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে এমনটা বলেছেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার।


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ বলে ২৩ রান করেন অ্যাগার। বল হাতে নেন দুই উইকেট। যদিও অ্যাগারের রান দলকে জেতাতে পারেনি। অস্ট্রেলিয়া ম্যাচটি হেরেছে ছয় উইকেটে।



promotional_ad

অ্যাগার বলেন, 'হ্যাঁ, এই ভূমিকায় আমি নিজেকে মানিয়ে নিতে পারব। আমি অবশ্যই দলকে সাহায্য করতে পারব। এটা অতোটা সহজ নয়। আমার আরও উন্নতির প্রয়োজন আছে।


কেননা শেষদিকে অল্প কয়েক বলে ১০-১৫ রান স্কোরবোর্ডে যোগ করা খুব গুরুত্বপূর্ণ। এই রানই ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দেবে। শেষদিকে ছোটো কোনও জুটি গড়তে পারাটাও অনেক গুরুত্বপূর্ণ।'


২৬ বছর বয়সি অ্যাগার অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে এখন পর্যন্ত ৪৮টি উইকেট নিয়েছেন তিনি।



ব্যাট হাতে টেস্টে একটি হাফ সেঞ্চুরি আছে অ্যাগারের। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১টি হাফ সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরির মালিক অ্যাগার। জাতীয় দলে সাম্প্রতিক সময়ে নিয়মিত হয়েছেন অ্যাগার। ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে চান তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball