বিয়ার কোম্পানির লোগো নিয়ে খেলতে নেমে সমালোচিত বাবর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুসলিম দেশ হওয়ায় পাকিস্তানে অ্যালকোহলের প্রচলন প্রায় পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু সেই অ্যালকোহলের একটি কোম্পানির লোগো সম্বলিত জার্সি পড়ে কাউন্টি ক্রিকেটে খেলতে নেমেছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের হয়ে ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে মাঠে নামেন বাবর। সেসময় ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের জার্সিতে ছিল 'ট্রিবিউট' নামের একটি বিয়ার কোম্পানির লোগো।

নিষিদ্ধ অ্যালকোহল কোম্পানির লোগো নিয়ে খেলতে নেমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়েছেন বাবর। একজন মুসলিম হয়ে এই কোম্পানির প্রচার করার বিষয়টি মেনে নিতে পারেননি অনেকেই।
তবে ক্রিকেট পাকিস্তান নামের একটি ওয়েবসাইটের সূত্র মতে জানা গেছে ভুলবশত এই লোগো সম্বলিত জার্সি পরে খেলেছেন বাবর। কারণ গত বছর বাবর এবং তাঁর জাতীয় দলের সতীর্থ আজহার আলী সমারসেটের হয়ে খেলার সময় অ্যালকোহল কোম্পানির লোগোযুক্ত জার্সি পরতে অস্বীকৃতি জানান। এরপরই তাদেরকে লোগো ছাড়া জার্সি দেয় সমারসেট কর্তৃপক্ষ।
পরের ম্যাচে খেলতে নামার সময় বাবরের জার্সি থেকে বিয়ার কোম্পানিটির লোগোটি মুছে ফেলা হবে বলেও জানিয়েছে সমারসেট। বাবর এবং আজহারের আগে অ্যালকোহল কোম্পানির লোগো নিয়ে জাতীয় দলে খেলতে আপত্তি জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলাও। এর জন্য তাঁকে ম্যাচ ফির একটি অংশ জরিমানাও দিতে হয়েছে।