promotional_ad

টি-টোয়েন্টি দলে রুটের ভবিষ্যৎ দেখছেন মরগান

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় রকমের অবদান রাখেন জো রুট। যদিও বর্তমানে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের বাইরে তিনি। রুট কিছুদিন আগেই বলেছিলেন টি-টোয়েন্টি একাদশে নিয়মিত হতে চান তিনি। এর কিছুদিন পরই অধিনায়ক ইয়ন মরগান জানালেন, টি-টোয়েন্টি দলে অবশ্যই ভবিষ্যৎ আছে রুটের। এজন্য রুটকে টি-টোয়োন্ট ব্লাস্টে খেলার পরামর্শও দিয়েছেন মরগান।


মরগান বলেন, 'জো'য়ের (জো রুট) সঙ্গে আমরা এটা নিয়ে কথা বলেছি এবং অবশ্যই তার ভবিষ্যৎ আছে (টি-টোয়েন্টি দলে)। এই মুহূর্তে জো সেরা একাদশে জায়গা পাচ্ছে না- এটা নিয়েই আমাদের মধ্যে আলোচনা ছিল। তবে আমরা চাইনি তাকে না খেলিয়ে স্রেফ দলের সঙ্গে বয়ে বেড়াতে।



promotional_ad

জো টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চায় এবং নিজের এমন দাবি জোরালোভাবে তুলে ধরতে চায়। অবশ্য ইয়র্কশায়ারের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ অনেক সময়ই সে পায় না। এজন্যই আমরা চিন্তা করেছি, তার জন্য এখনই ভালো সুযোগ।'


ইংল্যান্ডের হয়ে ৯৭টি টেস্ট ও ১৪৬টি ওয়ানডে খেলা রুট টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৩২টি। ৩২ ম্যাচে তাঁর গড় ৩৫.৭২, স্ট্রাইক রেট ১২৬.৩০। আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার সুযোগ হয়নি তাঁর।


ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের ওয়েবসাইটে রুট বলেছিলেন, 'আমি মোটেও হাল ছেড়ে দিচ্ছি না। তবে আমি চাই ইংল্যান্ড ভালো করুক। আমি চাই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাই এবং সেটা অর্জন করি। যদি আমি সেরা একাদশ বা স্কোয়াডে না থাকি, তাহলেও সমস্যা না।



আমি জানি দল নির্বাচন করা কতটা কঠিন। আমার থেকে যদি কেউ ভালো থাকে- সেটা অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের অংশ। এই ব্যাপারে আমার কোনও আপত্তি নেই। তবে আমার যেসব সুযোগ আছে দলে জায়গা করে নিতে- আমি সেটা কাজে লাগাতে আপ্রাণ চেষ্টা চালাব।'


দলে ফেরার মিশনে ইতোমধ্যেই নেমেছেন রুট। টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে দুটি ম্যাচ খেলে ৪০ বলে ৬৪ ও ৪৩ বলে ৬৫ রান করেছেন।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball