যেকোনো সময়ের চেয়ে ভালো খেলছি: মরগান

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন ইয়ন মরগান। দলের প্রয়োজনে প্রায়ই তাকে বিভিন্ন পজিশনে ব্যাট করতে হয়েছে। প্রত্যেক জায়গাতেই সাবলীল পারফরম্যান্স করেছেন তিনি।
ইংল্যান্ডের সীমিত ওভারের এই অধিনায়ক জানিয়েছেন, ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি। পরিসংখ্যানও কিন্তু সেই কথাই বলে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড জয়ের পথেও বড় অবদান রেখেছেন মরগান।

পাকিস্তানের বিপক্ষে ৪ ছক্কা ও ৬ চারে ৩৩ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৯৬ রানের বড় লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে যায় ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে।
নিজের পারফরম্যান্স প্রসঙ্গে মরগান বলেছেন, 'আমার মনে হয়, আমি যেকোনো সময়ের চেয়ে ভালো খেলছি এবং আমার পরিসংখ্যানও সেকথা বলছে। পুরো ক্যারিয়ারে গত কয়েক বছর সবচেয়ে ফলপ্রসূ ছিল।'
ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায়ও নিজের পারফরম্যান্সকে উপরের সারিতে রাখছেন মরগান। তার ভাষ্য, 'এই সিরিজ শুরুর আগে গত দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে এবং কিছু ঘরোয়া ক্রিকেটেও আমার পরিসংখ্যান এখন পর্যন্ত সেরা, এটা দারুণ।'