promotional_ad

নতুন দায়িত্বে ম্যাথু হেডেন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ম্যাথু হেডেন। এরপর থেকে ক্রিকেট সংশ্লিষ্ট নানা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার।


ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন হেডেন। তবে এবার নতুন আরেকটি ভূমিকায় দেখা যাবে ৪৮ বছর বয়সী ব্যাটসম্যানকে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার ম্যাথু হেডেনকে বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছে।



promotional_ad

যেখানে হেডেনের কাজ হবে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুসংগঠিত করা। সোমবার অস্ট্রেলিয়া-ভারত কাউন্সিলের পক্ষ থেকে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


হেডেনের পাশাপাশি তাসমানিয়া ভিত্তিক সাবেক লেবার পার্টির সিনেটর লিসা সিং এবং ভিক্টোরিয়ার টেড বাইলিউকেও নিয়োগ দেয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী মারিস পেইন এই প্রসঙ্গে বলেন, 'অশোক জ্যাকবকে আবারো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এবং তাঁর সঙ্গে তিনজন নতুন বোর্ড সদস্য যোগ দেবেন।' 


১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১০৩টি টেস্ট এবং ১৬১টি ওয়ানডে খেলেছেন ম্যাথু হেডেন। যেখানে তাঁর রয়েছে ৪০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। ২০১০ সালে অস্ট্রেলিয়ার মেম্বার অব দ্য অর্ডার মনোনীত হন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball