তামিম দারুণ একজন ক্রিকেটার: টেইট

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তামিম ইকবালকে অসাধারণ একজন ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার শন টেইট। ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে এসে তামিমের বন্দনা করেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি।
বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিমের সঙ্গে পাকিস্তান সুপা?? লিগে (পিএসএল) একসঙ্গে খেলেছেন টেইট। পেশওয়ার জালমির হয়ে খেলার সময় টাইগার ওপেনারের সঙ্গ দারুণ উপভোগ করেন এই অস্ট্রেলিয়ান।

টেইট বলেন, 'আমি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তামিমের সঙ্গে খেলেছিলাম। সে আসলেই দারুণ একজন ক্রিকেটার। আমি তাঁর সঙ্গ উপভোগ করেছি। তামিমের সঙ্গে পিএসএলে কথা বলেছি। সে অনেক শান্ত এবং স্মার্ট একজন ব্যাটসম্যান যে খেলাটি নিয়ে অনেক ভাবে।'
তামিম ছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের বাকি দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানেরও বন্দনা করেছেন টেইট। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এই তিন ক্রিকেটার কিংবদন্তীতুল্য বলে বিশ্বাস করেন টেইট।
একই সঙ্গে তাদেরকে বিশ্বমানের ক্রিকেটার হিসেবে আখ্যা দিতে কার্পণ্য করেননি তিনি। টেইটের ভাষ্যমতে, 'তামিমসহ বাকিরা (মুশফিক, সাকিব) বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তী। তারা বিশ্বমানের ক্রিকেটার এতে সন্দেহ নেই।'