টি-টোয়েন্টি দলে নিয়মিত হতে চান রুট

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নিয়মিত হতে চান দলটির টেস্ট অধিনায়ক জো রুট। তবে দলে জায়গা না পেলেও দলকে ২০২১ সালের ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে দেখতে চান তিনি।
ইংল্যান্ডের হয়ে ৯৭টি টেস্ট ও ১৪৬টি ওয়ানডে খেলা রুট টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৩২টি। আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার সুযোগ হয়নি তাঁর।

ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের ওয়েবসাইটে রুট বলেন, 'আমি মোটেও হাল ছেড়ে দিচ্ছি না। তবে আমি চাই ইংল্যান্ড ভালো করুক। আমি চাই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে যাই এবং সেটা অর্জন করি। যদি আমি সেরা একাদশ বা স্কোয়াডে না থাকি, তাহলেও সমস্যা না।
আমি জানি দল নির্বাচন করা কতটা কঠিন। আমার থেকে যদি কেউ ভালো থাকে- সেটা অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের অংশ। এই ব্যাপারে আমার কোনও আপত্তি নেই। তবে আমার যেসব সুযোগ আছে দলে জায়গা করে নিতে- আমি সেটা কাজে লাগাতে আপ্রাণ চেষ্টা চালাব।'
ইংল্যান্ডের ব্যস্ত সূচির কারণে ওয়ানডে বা টেস্টের বাইরে ভাববার সুযোগও হয় না রুটের। যদিও এবার টি-টোয়েন্টি নিয়ে আলাদাভাবে ভাবছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সুযোগ পেলে খেলতে চান ফ্র্যাঞ্চাইজি লিগেও।
২৯ বছর বয়সি রুট আরও বলেন, 'আমি যতটুকু সম্ভব খেলে যেতে চাই। এটা নির্ভর করবে টেস্ট আর ওয়ানডের মাঝে আমি খেলার সুযোগ কতটা পাই। যদি খেলার সুযোগ হয়, তাহলে আমি ইয়র্কশায়ারের হয়ে অবশ্যই খেলব।
যদি কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হয় তাহলেও আমি খেলব। কিন্তু আপনি যদি এই ফরম্যাটে না-ই খেলেন তাহলে জায়গা করে নেয়া খুব কঠিন।'