ওয়ানডে নয়, টেস্ট নিয়েই চিন্তিত স্টার্ক

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট বলে লালা নিষিদ্ধ করার পর ঘাম ব্যবহারে নিষেধাজ্ঞা আনে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ক্রিকেট বলে লালা বা ঘাম কিছুই ব্যবহার করতে পারবেন না। এটা টেস্ট ক্রিকেটে সমস্যা সৃষ্টি করলেও ওয়ানডেতে এর তেমন কোনও প্রভাব পড়বে না বলে মনে করছেন মিচেল স্টার্ক।
সামনের মাসেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সীমিত ওভারের সিরিজ দুটির আগে এমনটা জানিয়েছেন দলটির অভিজ্ঞ পেসার স্টার্ক।

ক্রিকেট ডট কম এইউকে তিনি বলেন, 'সাদা বলের ক্রিকেটে এটা তেমন প্রাসঙ্গিক নয়। নতুন বলে যখন খেলা শুরু হয়, আপনি চেষ্টা করবেন বলটি শুকনা রাখতে। লাল বলের ক্রিকেটে এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়।
সিরিজ শুরুর আগেও আমরা এসব নিয়ে কথা বলব। অস্ট্রেলিয়াতে আমরা লালা বা ঘাম ব্যবহার করতে পারতাম না। কিন্তু অন্যান্য জায়গায় ক্রিকেটাররা ঘাম ব্যবহার করতে পারবে। তবে আমার মনে হয় না সাদা বলের ক্রিকেটে এটা গুরুত্বপূর্ণ কিছু।'
মূলত করোনাভাইরাসের প্রকোপের পরপরই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা এনেছে আইসিসি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়াও নিজেদের ক্রিকেটারদের ক্রিকেট বলে মুখ, মাথা বা গলার ঘাম ব্যবহার করতে মানা করেছে।