ফিঞ্চের কাছে টেস্ট দলে ফেরা 'বাস্তবসম্মত নয়'

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেও টেস্ট দলে খেলাটা একেবারেই বাস্তবসম্মত নয় অ্যারন ফিঞ্চের কাছে। সম্প্রতি ক্রিকেট ডট কম অস্ট্রেলিয়ার কাছে এমনটাই বলেছেন ফিঞ্চ।
মূলত দুই কারণে টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ দেখছেন না ফিঞ্চ। প্রথমত, অনেক বেশি চার দিনের ম্যাচ খেলার সুযোগ কম তাঁর। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়া দলের তারুণ্যনির্ভর পাইপলাইন।

ফিঞ্চ বলেন, 'লাল বলের ক্রিকেটের কথা যদি বলি, তাহলে বলব আমি আবারও টেস্ট খেলব- এমনটা বাস্তবসম্মত না। এর কারণ দুটি। আমি মনে করি আমার চার দিনের ম্যাচ খেলার সুযোগ কমে গিয়েছে। তাছাড়া, তরুণ ব্যাটসম্যানরাও উঠে আসছে।
অস্ট্রেলিয়াতে বেশ কয়েকজন প্রতিভাবান ব্যাটসম্যান আছে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান। এই মুহূর্তে সত্যিকার অর্থেই অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন। এটা তাদের জন্য অনেক বড় সুযোগ আমি বলব।'
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৬টি ওয়ানডে এবং ৬১টি টি-টোয়েন্টি খেলে ফেললেও ফিঞ্চ খেলেছেন মাত্র পাঁচটি টেস্ট। লাল বলের ক্রিকেটে ফেরার চেষ্টা করতেও সেভাবে দেখা যায়নি তাঁকে।
কেপটাউন টেস্টে বল টেম্পারিং বিতর্কের পর স্টিভ স্মিথ নিষিদ্ধ হলে নেতৃত্ব পান টিম পেইন। এরপর সাদা পোশাকে পেইনকে নেতৃত্বে রাখলেও রঙিন পোশাকের ক্রিকেটে ফিঞ্চকে নেতৃত্বে আনে ক্রিকেট অস্ট্রেলিয়া।